সাউদার্ন ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক
Published: 28th, June 2025 GMT
সাউদার্ন ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বিশ্বায়নের এই যুগে নিজেদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে শিক্ষাব্যবস্থার রূপান্তর ও উন্নয়ন প্রয়োজন। প্রচলিত শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক মানের গবেষক তৈরির জন্য যথেষ্ট নয়, তাই আমাদের সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এই কাজটি সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দায়িত্বের সাথে করছেন, তা দেখে আমি মুগ্ধ ও আনন্দিত।’
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও সাউদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাউদার্ন ইউনিভার্সিটির নান্দনিক ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন অধ্যাপক ড.
বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, পরিচালক বিএসি মোহাম্মদ তাজিব উদ্দিন, উপপরিচালক প্রবীর কুমার চক্রবর্ত্তী। সভায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অ্যাক্রেডিটেশন কী, কেন প্রয়োজন এবং এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ডকুমেন্টেশন নিয়ে ধারণা দেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মেসবাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ সাউদার্ন ইউনিভার্সিটির উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন। উপাচার্য (ভারপ্রাপ্ত) ড.
শরীফ আশরাফউজ্জামান বলেন, ‘অ্যাক্রেডিটেশন অর্জনে প্রস্তুতির অংশ হিসেবে এই মতবিনিময় সভা আয়োজন অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমাদের প্রত্যাশা । সাউদার্ন ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে অ্যাক্রেডিটেশন অর্জনে আর কোন বাধা থাকবে না। আমরা ইতিমধ্যে ১৭টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছি এবং আশা করছি প্রথম দফায় ৫/৬টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন পাবো। আর এ উদ্যোগ সফল করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও শিক্ষক—কর্মকতার্দের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
এতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদকে সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম সব হউদ দ ন আহম দ র জন য
এছাড়াও পড়ুন:
ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি ফুটবলার এখন ধারে এভারটনে
২০২১ সালে ক্লাব রেকর্ড ১০ কোটি (সে সময় প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি) পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। তখন সিটি ও ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ হিসেবেও বিবেচনা করা হচ্ছিল তাঁকে। বিশেষ করে সিটি কোচ পেপ গার্দিওলার অধীন গ্রিলিশের সেরাটা দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
কিন্তু যে প্রত্যাশা নিয়ে গ্রিলিশকে সিটি কিনে এনেছিল, সেটা দীর্ঘ মেয়াদে পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই উইঙ্গার। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেকে ধারাবাহিকভাবে মেলে ধরতেও ব্যর্থ হন গ্রিলিশ। পাশাপাশি চোট ও ফিটনেস সমস্যাও যথেষ্ট ভুগিয়েছে তাঁকে।
কদিন আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ক্লাব বিশ্বকাপে সিটির স্কোয়াড থেকেও বাদ পড়েন গ্রিলিশ। আর এবার দলবদলে সিটিও ছাড়তে হচ্ছে তাঁকে। এক মৌসুমের চুক্তিতে ধারে গ্রিলিশ যোগ দিয়েছেন এভারটনে।
গ্রিলিশ অবশ্য সিটি থেকে এভারটনে গিয়ে হারিয়ে যাওয়াদের তালিকায় নাম লেখাতে চান না। নিজেকে ফিরে পেতে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা গেছে, গ্রিলিশ এই গ্রীষ্মে প্রতিদিনের সকালটা শুরু করছেন তিন মিনিটের আইস বাথ নিয়ে। এরপর সন্ধ্যায় নিয়ম করে ‘সউনা’ নেন।
এভারটনে গ্রিলিশ নিয়েছেন ১৮ নম্বর জার্সি।