স্বল্প ব্যয়ে মজবুত ও নান্দনিক ভবন নির্মাণে প্রকৌশলী ও স্থপতির প্রয়োজন; কিন্তু এ সচেতনতা আজও আমাদের মধে৵ গড়ে ওঠেনি। আমরা অনেকেই ভবনের কাঠামোগত নকশা প্রণয়নে অর্থ বাঁচাতে প্রকৌশলীর শরণাপন্ন হই না। অপর পক্ষে দীর্ঘমেয়াদি একটি স্থাপনা নির্মাণে পরিবেশ ও নান্দনিকতার প্রশ্নে
কোনো স্থপতির সহযোগিতার বিষয়টি আমাদের মাথায় নেই। সচেতনতার অভাবে
রাজমিস্ত্রির মাধ্যমে আমরা ভবন নির্মাণ করি লাখ–কোটি টাকা ব্যয়ে। কেবল দায়সারা গোছের একটি ভবন পেয়েই মালিকপক্ষকে খুশি হতে হয়।

মজবুত পাকা বাড়ি নির্মাণে নির্দেশিত কংক্রিট ও রডের ব্যবহার অপরিহার্য। নির্দিষ্ট অনুপাতে পাথর বা খোয়া, বালু, সিমেন্ট ও পানির মিশ্রণে তৈরি কংক্রিট সংকোচনে সবল, কিন্তু টানে (টেনশন) দুর্বল। কংক্রিটের এই দুর্বলতা পূরণ করতে ঢালাইয়ের কাজে রড বা স্টিল ব্যবহার করা হয়। কারণ, রড বা স্টিল টান বহন করতে সক্ষম ও সবল। পদার্থের এই গুণাগুণকে উপজীব্য করেই মজবুত পাকা বাড়িতে কংক্রিট ও রড বা ইস্পাত ব্যবহারের মাধ্যমে ভিতসহ কাঠামো গড়ে ওঠে। মূলত এই কাঠামোই বায়ুচাপ, ভূমিকম্পসহ সার্বিক লাইভ লোড বহন করে। কাঠামো এসব লোডে সহনশীল হলেই কেবল মজবুত পাকা বাড়ি নির্মাণ করা যায়। তবে অবশ্যই কংক্রিট ও রডের যথাক্রমে আদর্শ সংকোচনশক্তি এবং টানশক্তি পরীক্ষাগারে নিশ্চিত করতে হয়।

মজবুত পাকা বাড়ির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবকাঠামো তথা গভীর (ডিপ) ও অগভীর (শ্যালো) ভিত, যা নির্মাণস্থলের মাটির গুণাগুণের ওপর নির্ভর করে বা চূড়ান্ত করা হয়। মাটির গুণাগুণ তথা মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত করা হয়। অবকাঠামো কিংবা উপরিকাঠামো উভয় ক্ষেত্রেই বাড়ি মজবুত করতে বিভিন্ন কোড (বিএনবিস, এসিআই) সমন্বয়ে কংক্রিটের সঙ্গে ব্যবহার করা হয় কাঠামোর বিভিন্ন অঙ্গে নির্দেশিত গ্রেডের বিভিন্ন আকারের রড বা স্টিল।

মো.

আবদুল আজিজ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মজব ত প ক ব যবহ র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ