গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। শনিবার (২৮ জুন) রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে ঘটনাটি ঘটে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মারধরে নিহত হওয়ার ঘটনায় রবিবার (২৯ জুন) সকালে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যার অভিযোগে মামলাটি করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম না জানা আসামি করা হয়েছে দুইজনকে।

নিহত ব্যক্তি কাটাবাড়ী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

সিলেটে করোনায় একজনের মৃত্যু

বড়াল নদীতে ভাই-বোনের মৃত্যু

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে অভিযুক্ত ব্যক্তি এক শিশুকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। 

গতকাল শনিবার (১৮ জুন) রাতে এলাকাবাসী অভিযুক্তকে নিজ এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তারা  গণপিটুনি দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার চিকিৎসক অভিযুক্তকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের কেউ বাড়িতে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা অভিযোগ ওঠে। এলাকাবাসীর গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।” 

তিনি আরো বলেন, “এ ঘটনায় নিহতের ভাই আজ গোবিন্দগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ ছাড়াও নাম না জানা দুইজনকে আসামি করে হত্যার অভিযোগে মামলা করেছেন।”

ঢাকা/মাসুম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ গ ব ন দগঞ জ থ ন গণপ ট ন

এছাড়াও পড়ুন:

জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে  দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন। 

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। 

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়। 

এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। 

রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
  • কেন্দুয়ায় নারী পাচারকারী সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২