Samakal:
2025-10-03@05:37:58 GMT

৯ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ

Published: 30th, June 2025 GMT

৯ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা, পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়।

রোববার সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেছেন। এর আগে সকাল ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন। পরে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অন্যান্য দাবি– পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত; ক্যাম্পাসে সপ্তাহে সাত দিনে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা; বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে ৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে কার্যকর; প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা (ক্যাশলেস ক্যাম্পাস); ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো ও প্রযুক্তিগত সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’; ‘আমাদের দাবি মানতে হবে’; ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’; ‘সিন্ডিকেট না মুক্তি– মুক্তি মুক্তি’; ‘এই মুহূর্তে দরকার রাবি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।‌

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সামসাদ জাহান বলেন, দীর্ঘদিন ধরে ৯ দফা দাবি জানিয়ে আসছি। আমাদের যৌক্তিক দাবির বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তাই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি আমরা।

প্রসঙ্গত, গত ২৫ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। তারপর গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ