পা পিছলে পুকুরে প্রথম শ্রেণির শিক্ষার্থী, মিলল নিথর দেহ
Published: 30th, June 2025 GMT
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পুকুরে পা পিছলে পড়ে অনন্যা দাস গুপ্তা (৭) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার হ্নীলার মৌলভীবাজার হিন্দুপাড়ার বাসিন্দা প্রবাসী আপন শর্মার মেয়ে এবং নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি শিক্ষার্থী ছিল।
আজ সোমবার বিকেলের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া–সংলগ্ন মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার পুকুরে পড়ে যায় অনন্যা। তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার হ্নীলায় পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়।
শিশুটির চাচা প্রিতম দাসের বরাত দিয়ে ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, অনন্যা প্রতিদিনের মতো দুপুরে স্কুলের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পর সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। খেলার এক পর্যায়ে পা পিছলে সে পুকুরে পড়ে যায়। পরে খেলার সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে স্বজনেরা এসে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবরটি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২৭ জুন শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। নিহত দুই শিশু হলো হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকার মোহাম্মদ আবদুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড
ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।
ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।
বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!
দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন