Prothomalo:
2025-11-02@14:17:48 GMT

বলিউডে রাজকীয় অভিষেক

Published: 30th, June 2025 GMT

পাঞ্জাবি ছবির জগতে সোনম বাজওয়ার আলাদা পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। তবে এবার তিনি পা রেখেছেন বলিউডে; আর অভিষেকেই বাজিমাত। অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করে দর্শক ও নির্মাতাদের প্রশংসা কুড়িয়েছেন এই পাঞ্জাবি অভিনেত্রী।
বলিউডে নিজের যাত্রা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনম। গত শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কখনো ভাবিনি আমার হিন্দি ছবির অভিষেক এত বড় পরিসরে হবে। ‘হাউসফুল ৫’–এর শুটিংয়ের সময় নির্মাতারা আমার সংলাপ বলার ধরন, অভিনয় এবং বিভিন্ন ভাষায় কথা বলার দক্ষতা দেখেছেন। সে কারণেই আমাকে ‘বর্ডার ২’, ‘বাঘি ৪’ ও ‘দিওয়ানিয়ত’–এর মতো ছবিতে নেওয়া হয়েছে। একই বছরে এত ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সত্যিই বিরল। নিজেকে আমি লাকি মনে করি।’

‘হাউসফুল ৫’–এ কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সোনম বলেন, ‘শুটিংয়ের সময় আমরা সবাই মিলে দারুণ মজা করেছি। একটা দৃশ্যে আমাকে হিন্দি, উর্দু ও পাঞ্জাবি—তিন ভাষায় কথা বলতে হয়েছিল। ভাষার বৈচিত্র্য আর চরিত্রের মেজাজ ধরার চ্যালেঞ্জ আমাকে আনন্দ দিয়েছে। নির্মাতারা আমাকে অভিব্যক্তি ও সময় নিয়ে খেলা করার সুযোগ দিয়েছিলেন, তাই নিজের পারফরম্যান্সটা উপভোগ করতে পেরেছিলাম। এ ছবির লেখক ও পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ।’

সোনম বাজওয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ

রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”

শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।

এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকা/শংকর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ