গল্প
একটু একটু কথা ছিল
মিষ্টিমধুর ছোঁয়া
একটু একটু আগুন ছিল
মিহি মিহি ধোঁয়া
একটু একটু ইলশেগুঁড়ি
আড় নয়নের দেখা
একটু একটু শীতবসন্ত
গোপন পত্র লেখা
একটু একটু রাগ–অভিমান
চোখের কোণে পানি
একটু একটু যা ছিল সব
আজও আছে জানি
বেলা যখন হেলে পড়ে
ছায়ার মাপে বুঝি
হারানো দিন হারানো রাত
নিজের ভেতর খুঁজি
বয়স ছিল বয়স হলো
বয়স যাচ্ছে চলে
যাওয়ার আগে চাওয়া-পাওয়ার
গল্প গেলাম বলে
বিস্মরণযেখানেই হাত রাখি—আগুন
তবু আমি ডুবে যাই জলে
নিশ্বাসে–প্রশ্বাসে অবিশ্বাস
আমার পৃথিবী পোড়ে তবু বিশ্বাসের অনলে
ঘর থেকে বাইরে গেলেই পিছলায় পা
যে যায় সে আর ঘরে ফেরে না
প্রবঞ্চিত হতে হতে ভুলে গেছি প্রাপ্তির মানে
সাঁইজিআবছায়া ভোরের উন্মোচন
ভালোমন্দে চিরতার জল গলাধঃকরণ
পরমানন্দে রুপালি পিয়ালির ঝোলে উদরপূর্তি সম্পাদন
মেঘের অলস পায়চারি
আলস্যের বাড়াবাড়ি
অপরাহ্ণের নিদ্রান্তে গরমাগরম কচুরি জিলিপি সেবন
আচম্বিতে পেয়াদার আগমন
এ যে বড্ড শক্ত গেরোর বাঁধন
সাঁইজির মন চনমন
চরাচরে ভাবের পার্বণ
অন্তঃকরণে বাতাবরণে শিহরণে
নিরিখ বান্ধো রে দুই নয়নে
অরূপ জালযখন রোদ আগুন হয়ে জ্বলে
নদীর জল পাতালপানে চলে
তখন শুনি নিদাঘ-কাল বলে
আজ বৃষ্টি আসবে
বারো মাসের গল্প তেরো মাস
জমিনজুড়ে অলীক চাষবাস
আকাশপারে সুনীল সন্ত্রাস
আষাঢ় মেঘে ভাসবে
তোর কাহিনি শ্রাবণে শোনা মানা
উল্টোরথে রাজপথে দোটানা
অরূপ জাল অলক্ষণে জানা
তবু মন ফাঁসবে
ছোট পাখিপ্রেমে ঝড়
বেদনায় নীলিমা ধূসর
অভিমানে বৃষ্টি
রাগে বিজলি চমকিত দৃষ্টি
অনুযোগে অশান্ত হাওয়া
অনুরাগে অবশেষে প্রশান্ত পাওয়া
ছোট পাখি
তুই আমার কালবৈশাখী
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ