গল্প
একটু একটু কথা ছিল
মিষ্টিমধুর ছোঁয়া
একটু একটু আগুন ছিল
মিহি মিহি ধোঁয়া
একটু একটু ইলশেগুঁড়ি
আড় নয়নের দেখা
একটু একটু শীতবসন্ত
গোপন পত্র লেখা
একটু একটু রাগ–অভিমান
চোখের কোণে পানি
একটু একটু যা ছিল সব
আজও আছে জানি
বেলা যখন হেলে পড়ে
ছায়ার মাপে বুঝি
হারানো দিন হারানো রাত
নিজের ভেতর খুঁজি
বয়স ছিল বয়স হলো
বয়স যাচ্ছে চলে
যাওয়ার আগে চাওয়া-পাওয়ার
গল্প গেলাম বলে
বিস্মরণযেখানেই হাত রাখি—আগুন
তবু আমি ডুবে যাই জলে
নিশ্বাসে–প্রশ্বাসে অবিশ্বাস
আমার পৃথিবী পোড়ে তবু বিশ্বাসের অনলে
ঘর থেকে বাইরে গেলেই পিছলায় পা
যে যায় সে আর ঘরে ফেরে না
প্রবঞ্চিত হতে হতে ভুলে গেছি প্রাপ্তির মানে
সাঁইজিআবছায়া ভোরের উন্মোচন
ভালোমন্দে চিরতার জল গলাধঃকরণ
পরমানন্দে রুপালি পিয়ালির ঝোলে উদরপূর্তি সম্পাদন
মেঘের অলস পায়চারি
আলস্যের বাড়াবাড়ি
অপরাহ্ণের নিদ্রান্তে গরমাগরম কচুরি জিলিপি সেবন
আচম্বিতে পেয়াদার আগমন
এ যে বড্ড শক্ত গেরোর বাঁধন
সাঁইজির মন চনমন
চরাচরে ভাবের পার্বণ
অন্তঃকরণে বাতাবরণে শিহরণে
নিরিখ বান্ধো রে দুই নয়নে
অরূপ জালযখন রোদ আগুন হয়ে জ্বলে
নদীর জল পাতালপানে চলে
তখন শুনি নিদাঘ-কাল বলে
আজ বৃষ্টি আসবে
বারো মাসের গল্প তেরো মাস
জমিনজুড়ে অলীক চাষবাস
আকাশপারে সুনীল সন্ত্রাস
আষাঢ় মেঘে ভাসবে
তোর কাহিনি শ্রাবণে শোনা মানা
উল্টোরথে রাজপথে দোটানা
অরূপ জাল অলক্ষণে জানা
তবু মন ফাঁসবে
ছোট পাখিপ্রেমে ঝড়
বেদনায় নীলিমা ধূসর
অভিমানে বৃষ্টি
রাগে বিজলি চমকিত দৃষ্টি
অনুযোগে অশান্ত হাওয়া
অনুরাগে অবশেষে প্রশান্ত পাওয়া
ছোট পাখি
তুই আমার কালবৈশাখী
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫