মঞ্চে নাটক দেখার আনন্দ আছে। সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, ঘটনা ঘটে সামনে। এখানে কোনো যান্ত্রিক আড়াল নেই। ঘটনা যদি হয় আশপাশের সময়ের, তাহলে আনন্দ আরও বেড়ে যায়। তবে নাটকের কাহিনি অনেক আগের হোক কিংবা বানানো– তাঁর ইন্টারপ্রিটেশন যদি কাছের সময়, পরিবেশ ও পরিস্থিতি নির্দেশ করে তাতেও দর্শকের আগ্রহ অধিক হয়। 

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে নাটক ‘সক্রেটিসের জবানবন্দি’। খ্রিষ্টের জন্মের ৪০০ বছর আগের কাহিনি নিয়ে নাট্যদল ‘দৃশ্যপট’ প্রযোজনা করেছে এই নাটক। বিখ্যাত দার্শনিক সক্রেটিসকে নিয়ে তাঁর ছাত্র প্লেটোর লেখা ‘আপোলোগিয়া সোক্রাতুস’ অবলম্বনে শিশির কুমার দাশ সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় রেখে রচনা করেছেন ‘সক্রেটিসের জবানবন্দি’। নাটকের নির্দেশনা দিয়েছেন আলী মাহমুদ। নাটক শুরু হয় পেলোপনেশীয় যুদ্ধে এথেন্সের পরাজয়ের সময়কে ধরে। তখন সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে।

নাটকের কাহিনি চলে আসে আমাদের চেনাজানা পরিমণ্ডলে। সামরিক শক্তির কেন্দ্র স্পার্টার নির্দেশে ৩০ জন লোক নিয়ে গড়ে ওঠে স্বৈরতন্ত্র। তাদের ওপর ন্যস্ত করা হয় নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন আইন তৈরির দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলার ভার তুলে দেওয়া হয় একাদশ পরিষদের হাতে। যাদের তুলনা হতে পারে স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য নিয়মিত বাহিনীর পাশাপাশি গঠন করা নিজস্ব বাহিনী। তাদের দেওয়া হয় অপরিসীম ক্ষমতা। ‘সক্রেটিসের জবানবন্দি’ নাটকে আমরা দেখতে পাই সমসাময়িক দৃশ্যাবলি।

পৃথিবীতে একক শাসন টিকিয়ে রাখতে প্রয়োজন হয় অনুগত বুদ্ধিজীবী। এথেন্স রাজ্যের স্বৈরাচারী শক্তি, তাদের অন্যায় কাজের ন্যায্যতা প্রমাণের জন্য বুদ্ধিজীবীদের সমর্থন আদায় করতে চাইছিল। তারা সক্রেটিসকে আদেশ করে একজন নিরীহ নাগরিককে ধরে আনতে। এই কাজ নিজেরাই করতে পারত কিন্তু তারা বর্তমান সময়ের মতোই অবলম্বন করল এক হীন রাজনৈতিক কৌশল। সক্রেটিসকে দিয়ে এই কাজটা করাতে পারলে রাজ্যের মানুষদের বোঝানো সহজ হবে যে, সক্রেটিস তাদের সমর্থক। 

সক্রেটিস এই দুর্বৃত্তায়নের কাজ করতে অস্বীকৃতি জানান। তখন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বলা হয় তিনি তরুণদের উস্কে দিয়ে বিপথে নিয়ে যাচ্ছেন, তাদের দেশদ্রোহী করে তুলছেন। তিনি রাষ্ট্র স্বীকৃত দেবতাদের অস্বীকার করেন।

প্রহসনের সাজানো বিচারে সক্রেটিসকে দোষী সাব্যস্ত করা হয়। তাঁকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। রায় ঘোষণা এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মাঝে বন্দিশালা থেকে সক্রেটিসের পালানোর পরিকল্পনা করেছিলেন তাঁর শিষ্যরা। কিন্তু তিনি পালিয়ে যেতে রাজি হননি। সক্রেটিস হেমলক বিষ পানে মৃত্যুবরণ করে অমর হয়ে যান।
আপস নয়, নিজ বিবেক দিয়ে পরিচালিত হওয়ার কথা বলেছেন সক্রেটিস। তিনি নিজ জবানবন্দিতে উচ্চারণ করে গেছেন গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা আর মানুষের মুক্তির সত্য। সেই সত্যের সৌন্দর্যে উদ্ভাসিত হয়েছে ‘সক্রেটিসের জবানবন্দি’। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টক

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ