জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া
Published: 3rd, July 2025 GMT
জুলাই আন্দোলনে শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদে'র সার্বিক সহোযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ই জুলাই) বিকেলে নগরীর ১১নং ওয়ার্ড সাবেক ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গত্ব বরণকারীদের জন্য এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আপন, ১১নং ওয়ার্ড যুবদলের কোষাধক্ষ্য মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন, যুবদল নেতা আবদুল হালিম, রবিউল, ১১নং ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলয়, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আযান ও নুরুল হুদা মেহেদী সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য বদল
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব