ঢাবির ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য সংস্কারের দাবিতে স্মারকলিপি
Published: 4th, July 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় এর দ্রুত সংস্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার স্মারকলিপিটি দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আলম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো.
গত বছরের ৫ আগস্টের পর থেকে ভাস্কর্যটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এরপর প্রায় এক বছর কেটে গেলেও ভাস্কর্যটি সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এই দুই শিক্ষার্থী মনে করেন, ভাস্কর্যটি শুধুমাত্র একটি শৈল্পিক কাঠামো নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় পরিচয়ের প্রতীক। ভাস্কর্যটি এভাবে ভাঙা অবস্থায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
ভাস্কর্যটি দ্রুত সংস্কার কাজ শুরুর পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এই দুই শিক্ষার্থী। তাঁরা মনে করেন, জাতীয় ইতিহাসের প্রতীক এই ভাস্কর্যকে অবহেলা নয়, বরং সংরক্ষণের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আরও জীবন্ত করে তুলতে হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন