আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত ঘোষণা। স্থগিত সিরিজটি কবে হবে তারও সুনির্দিষ্ট রূপরেখা বাংলাদেশ (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দাঁড় করাতে পারেনি।

ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় বিসিবি’র আয়ের মূল উৎস মিডিয়া স্বত্বে বড় ধরনের ধাক্কা লাগতে চলেছে। বিসিবির পরিকল্পনা ছিল চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত আইসিসির এফটিপি পর্যন্ত দুই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করা।

এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তিতে নিলামে ভালো দাম ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু ভারত সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাওয়ায় ভিন্ন পথে হাঁটতে হচ্ছে বিসিবির। জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আপাতত ওই তিন ম্যাচের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করতে যাচ্ছে বিসিবি।

এর মধ্যে বিসিসিআই-এর থেকে সিরিজের বিষয়ে ধারণা পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা বিষয়টি নিয়ে বলেছেন, ‘ভারত সিরিজের সূচি এখনো ঠিক হয়নি। বিসিসিআই জানিয়েছে, তাদের পক্ষে আগস্টে বাংলাদেশ সফর করা কঠিন।’

মিডিয়া স্বত্ব বিক্রি প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা বাজার গবেষণা করতে সময় নেব। তাড়াহুড়োর কিছু নেই। আমরা (ভিন্ন ভিন্ন সিরিজের জন্য) ভিন্ন ভিন্ন চুক্তি করতে পারি।’ মিডিয়া স্বত্বের বিষয়ে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান ক্রিকবাজকে বলেছে, ‘তারা (বিসিবি) জানিয়েছে, আপাতত ভারত সিরিজ হচ্ছে না। মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি দিলেও টেন্ডার আহ্বানপত্র গ্রহণ করছে না। আপাতত পাকিস্তান সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’

বিসিবি ভারত সিরিজ বাদ দিয়ে মিডিয়া স্বত্ব বিক্রি করায় ভারত সিরিজের কপালে গাড়ো মেঘের আঁচ করা যাচ্ছে। ক্রিকবাজ দাবি করেছে, নিকট প্রতিবেশি হিসেবে বাংলাদেশের (অন্তবর্তীকালীন সরকার) সঙ্গে ভারতের সম্পর্ক ভালো পর্যায়ে না থাকায় সরকারের নির্দেশনায় বিসিসিআই বাংলাদেশ সিরিজ অর্দিষ্টকালের জন্য স্থগিতের পথে হাঁটছে। খুব তাড়াতাড়ি এই সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স স আই ব স স আই র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ