ক্যাবরেরাকে বাদ দিতে চেয়ে উল্টো ছাঁটাই শাহীন!
Published: 4th, July 2025 GMT
জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অপসারণ দাবি করেছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। কিন্তু কোচ বদলের দাবির বদলে নিজেকেই হারাতে হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। জাতীয় দল কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছে বাফুফে।
শুক্রবার বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি। চিঠিতে সরাসরি কোনো কারণ দেখানো হয়নি। বাফুফের চাওয়া তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবল উন্নয়নে ভূমিকা রাখবেন। তবে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে থাকছেন না।
এই প্রসঙ্গে শাহীন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজই সভাপতি স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে কোনো সমস্যা নেই। নির্বাহী কমিটিতে তো আছি। তবে আমি এখনো মনে করি বাংলাদেশ দলের স্বার্থে হাভিয়ের কাবরেরার পদত্যাগ করা উচিত। এটা আমি মনে করি অনেকেরই দাবি।’
গত ১৪ জুন এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে ক্যাবরেরার পদত্যাগ দাবি করেন তিনি। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন—তিনি ‘কোড অব কন্ডাক্ট’ ভেঙেছেন। বিষয়টি বাফুফের ভেতরে বিব্রতকর পরিবেশও সৃষ্টি করে।
প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় পুরুষ দলের দায়িত্বে থাকা কোচ ক্যাবরেরা কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠা ছাড়া তার আমলে উল্লেখযোগ্য কিছু নেই। সাম্প্রতিক সময়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ায় কোচের কৌশল ও খেলোয়াড় বাছাই নিয়ে সমালোচনা বাড়ে। বিশেষ করে হামজা চৌধুরী ও শমিত সোমের মতো ফুটবলারদের যুক্ত করেও প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় ক্ষোভ বেড়েছে ফুটবল অঙ্গনে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র কম ট র সদস য ক য বর র ফ টবল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত