ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবিত চুক্তিতে সম্মত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। তবে তারা যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো হবে সেই ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। শুক্রবার হামাস কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তারা অন্যান্য ‘ফিলিস্তিনি দলগুলোর’ সাথে কথা বলছেন এবং ইসরায়েলের গৃহীত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করার জন্য প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সাম্প্রতিক মাসগুলোতে হামাস প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে। এর সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে এবং ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণ ও মধ্য অংশে তার যোদ্ধাদের পূর্বের শক্ত ঘাঁটি থেকে তাড়িয়ে দিয়েছে।

চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে, ইসরায়েল তাদের আক্রমণ বাড়িয়েছে, গাজাজুড়ে তীব্র বিমান হামলা চালিয়েছে, যার ফলে অনেক নারী ও শিশু সহ ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

হামাসের অভ্যন্তরীণ বিতর্কের সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সংগঠনটিকে পুনর্গঠিত করতে এবং নতুন কৌশল পরিকল্পনা করার সুযোগ দেওয়ার জন্য হামাসের মধ্যে কট্টরপন্থী সদস্যরা অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা মেনে নিয়েছে।

মার্চ মাসে পূর্ববর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় ছয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং তীব্র মানবিক সংকট আরো খারাপ হয়েছে।

গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করার পর গাজায় নতুন যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার হয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।

তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।

সম্পর্কিত নিবন্ধ