ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবিত চুক্তিতে সম্মত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। তবে তারা যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো হবে সেই ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন। শুক্রবার হামাস কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তারা অন্যান্য ‘ফিলিস্তিনি দলগুলোর’ সাথে কথা বলছেন এবং ইসরায়েলের গৃহীত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করার জন্য প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সাম্প্রতিক মাসগুলোতে হামাস প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে। এর সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে এবং ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণ ও মধ্য অংশে তার যোদ্ধাদের পূর্বের শক্ত ঘাঁটি থেকে তাড়িয়ে দিয়েছে।

চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে, ইসরায়েল তাদের আক্রমণ বাড়িয়েছে, গাজাজুড়ে তীব্র বিমান হামলা চালিয়েছে, যার ফলে অনেক নারী ও শিশু সহ ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

হামাসের অভ্যন্তরীণ বিতর্কের সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সংগঠনটিকে পুনর্গঠিত করতে এবং নতুন কৌশল পরিকল্পনা করার সুযোগ দেওয়ার জন্য হামাসের মধ্যে কট্টরপন্থী সদস্যরা অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা মেনে নিয়েছে।

মার্চ মাসে পূর্ববর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গাজায় ছয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং তীব্র মানবিক সংকট আরো খারাপ হয়েছে।

গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করার পর গাজায় নতুন যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার হয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ