ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরিভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করা হবে। 

প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ ডোমেইনের তালিকা:

১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম
২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)
৩. রিটেইল সফটওয়্যার
৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম
৫.

রিয়েল এস্টেট পোর্টাল
৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম
৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)
৮. রেমিট্যান্স সফটওয়্যার
৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম
১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)
১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার
১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)
১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম
১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৬. এগ্রিটেক পোর্টাল

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২-৪ বছরের অভিজ্ঞতা

পদের নাম: সিনিয়র বিজনেস এনালিস্ট 
শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা

পদের নাম: বিজনেস এনালিস্ট 
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অভিজ্ঞতা: সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার প্রয়োজন নেই

১ থেকে ১১ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।

১২ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা
১৩ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৪ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৫ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৬ নাম্বার ডোমেইন লিস্টের জন্য কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

চাকরির অবস্থা: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে কর্মরত
কর্মক্ষেত্র: ঢাকা

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:  
https://forms.gle/xCqWEuf6n4PhPseHA

সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক: 
https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8

বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:  
https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9

আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?
প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে) 
ব্রেকফাস্ট এবং লাঞ্চ সম্পূর্ণ ফ্রি 
বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক) 
উৎসব বোনাস: প্রতি বছর ২টি 
স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ) 
শিক্ষাবান্ধব পরিবেশ 
সপ্তাহান্তে ছুটি: শুক্র এবং শনিবার 
ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)

তারা//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ কর ব যবস র ক ষ ত র র য ক ন প ল য টফর ম শ ক ষ গত

এছাড়াও পড়ুন:

৮৫ ব্রোকারেজ হা্‌উসকে আগস্টের মধ্যে চালু করতে হবে ব্যাক অফিস সফটওয়্যার

দেশের দুই স্টক এক্সচেঞ্জের ৮৫টি ব্রোকারেজ হাউসকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ বৃহস্পতিবারের সভায় এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ২৯১টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২৪৪টি এরই মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালু করেছে। আর যেসব ব্রোকারেজ হাউস এখনো এই ধরনের সফটওয়্যার চালু করেনি, তাদের আগামী আগস্টের মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস চালুর সময়সীমা বেঁধে দিয়েছে বিএসইসি। এর মধ্যে ৬টিকে চলতি মাসের মধ্যে, ২৭টিকে ১৫ আগস্টের মধ্যে এবং বাকিদের আগস্টের মধ্যে এই ধরনের সফটওয়্যার চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসইসির তালিকা অনুযায়ী, যে ৮৫টি ব্রোকারেজ হাউসকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে ৩৮টি সিএসইর সদস্যভুক্ত। বাকি ৪৭টি ডিএসইর সদস্যভুক্ত।

জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে শেয়ারবাজারে সমন্বিত ‘ব্যাক অফিস সফটওয়্যার বা বিওএস বা বস’ চালুর উদ্যোগ নেয় বিএসইসির তৎকালীন নেতৃত্ব। এ ব্যাক অফিস সফটওয়্যারের মাধ্যমে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাব সংরক্ষণ করা হয়। তাই সফটওয়্যারের মাধ্যমে যাতে বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থের হিসাবে কোনো গরমিল না হয়, সে জন্য সমন্বিত সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছিল বিএসইসি। গত বছরের মার্চের মধ্যে সব ব্রোকারেজ হাউসের এই সমন্বিত ব্যাক অফিস সফটওয়্যার চালুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছিল। পরে ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হয়। এখন এসে বিএসইসি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, যারা এখনো এই সফটওয়্যার চালু করেনি তাদের জন্য।

সম্পর্কিত নিবন্ধ

  • বেশির ভাগ শেয়ারের দর কমলেও ঊর্ধ্বমুখী সূচক
  • ৮৫ ব্রোকারেজ হা্‌উসকে আগস্টের মধ্যে চালু করতে হবে ব্যাক অফিস সফটওয়্যার