টেকনোনেক্সট সফটওয়্যারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়
Published: 6th, July 2025 GMT
ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরিভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করা হবে।
প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ ডোমেইনের তালিকা:
১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম
২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)
৩. রিটেইল সফটওয়্যার
৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম
৫.
৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম
৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)
৮. রেমিট্যান্স সফটওয়্যার
৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম
১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)
১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার
১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)
১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম
১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৬. এগ্রিটেক পোর্টাল
পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২-৪ বছরের অভিজ্ঞতা
পদের নাম: সিনিয়র বিজনেস এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
পদের নাম: বিজনেস এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার প্রয়োজন নেই
১ থেকে ১১ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
১২ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা
১৩ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৪ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৫ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৬ নাম্বার ডোমেইন লিস্টের জন্য কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
চাকরির অবস্থা: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে কর্মরত
কর্মক্ষেত্র: ঢাকা
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/xCqWEuf6n4PhPseHA
সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8
বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9
আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?
প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)
ব্রেকফাস্ট এবং লাঞ্চ সম্পূর্ণ ফ্রি
বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক)
উৎসব বোনাস: প্রতি বছর ২টি
স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ)
শিক্ষাবান্ধব পরিবেশ
সপ্তাহান্তে ছুটি: শুক্র এবং শনিবার
ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)
তারা//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ কর ব যবস র ক ষ ত র র য ক ন প ল য টফর ম শ ক ষ গত
এছাড়াও পড়ুন:
লাইটবার খুলে পড়ার আশঙ্কায় টেসলার সাইবারট্রাকের ১০ শতাংশ গাড়ি প্রত্যাহার
আবারও বাজার থেকে সাইবারট্রাক ফিরিয়ে নিচ্ছে টেসলা। এবার এর কারণ সফটওয়্যার নয়, সরাসরি যান্ত্রিক ত্রুটি। যুক্তরাষ্ট্রে ৬ হাজার ১৯৭টি সাইবারট্রাক প্রত্যাহারের বা রিকলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) তথ্য অনুযায়ী, এসব গাড়ির সামনের লাইটবার খুলে পড়ে সড়কে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ মডেলের কিছু সাইবারট্রাকে লাইটবার বসানোর সময় ভুল ধরনের ‘সারফেস প্রাইমার’ ব্যবহার করা হয়েছিল। ফলে আঠালো সংযোগ দুর্বল হয়ে পড়েছে। সহজভাবে বললে, টেসলা কিছু গাড়িতে লাইটবার লাগাতে ভুল আঠা ব্যবহার করেছিল। যেসব গাড়িতে এই ত্রুটি রয়েছে, সেগুলোর লাইটবার পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে নতুনভাবে লাইটবার বসানো হবে। সবই গ্রাহকদের জন্য বিনা খরচে। প্রায় ৬ হাজার ২০০টি সাইবারট্রাক প্রত্যাহার মানে টেসলার বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় ১০ শতাংশই সমস্যাগ্রস্ত।
এর এক সপ্তাহ আগেই আরও একটি বড় ত্রুটির কারণে ৬৩ হাজার ৬১৯টি সাইবারট্রাক প্রত্যাহার করা হয়েছিল। তখন দেখা যায়, গাড়ির সামনের পার্কিং লাইট অতিরিক্ত উজ্জ্বল হয়ে ওঠায় তা সামনের দিক থেকে আসা গাড়ির চালকদের দৃষ্টিকে ব্যাহত করতে পারে। তবে সেই সমস্যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছিল। টেসলার সাইবারট্রাক নিয়ে একের পর এক প্রত্যাহার এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর অনেক সমস্যাই হার্ডওয়্যার–সংক্রান্ত, যেগুলো দূর থেকে সফটওয়্যার আপডেট দিয়ে সমাধান করা সম্ভব নয়।
সূত্র: ম্যাশেবল