শান্তকে পেছনে ফেলে সূর্যবংশীর সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড
Published: 6th, July 2025 GMT
মাত্র ১৪ বছর বয়সেই আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করে কিশোর বয়সেই জায়গা করে নেন লাইমলাইটে। এবার জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে গড়লেন দারুণ এক রেকর্ড। যুব ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির মালিক এখন এই ভারতীয় ব্যাটার।
শনিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সূর্যবংশী। মাত্র ৫২ বলে স্পর্শ করেন তিন অঙ্ক, যা যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ইনিংসে ছিল ১৩টি চার আর ১০টি ছক্কা। ভারতের যুব ওয়ানডেতে যা সর্বোচ্চ ছক্কার রেকর্ডও বটে।
এই ইনিংসটি খেলার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর ১০০ দিন। এত কম বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। পেছনে পড়ে গেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, যিনি ১৪ বছর ২৪১ দিনে করেছিলেন শতরান।
চলতি সফরের আগের ম্যাচেও আলো ছড়িয়েছিলেন সূর্যবংশী। ৩১ বলে খেলেছিলেন ৮৬ রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ছক্কা ছিল ৯টি। এবার নিজেকেই ছাড়িয়ে গড়লেন নতুন রেকর্ড।
ম্যাচ শেষে এই তরুণ ব্যাটার বলেন, ‘শতক করার পরও জানতাম না যে রেকর্ড করেছি। পরে আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার এসে বললেন। উদযাপন বলতে কিছুই না, প্রতিটা ম্যাচই আমার কাছে স্বাভাবিক। আজ একটু খুশি, দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। এখন বাড়িতে আর বন্ধুদের সঙ্গে কথা বলব।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন
অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই।
ব্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।
আরো পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ উদ্যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল।
বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।
ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন