শান্তকে পেছনে ফেলে সূর্যবংশীর সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড
Published: 6th, July 2025 GMT
মাত্র ১৪ বছর বয়সেই আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করে কিশোর বয়সেই জায়গা করে নেন লাইমলাইটে। এবার জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে গড়লেন দারুণ এক রেকর্ড। যুব ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির মালিক এখন এই ভারতীয় ব্যাটার।
শনিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সূর্যবংশী। মাত্র ৫২ বলে স্পর্শ করেন তিন অঙ্ক, যা যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ইনিংসে ছিল ১৩টি চার আর ১০টি ছক্কা। ভারতের যুব ওয়ানডেতে যা সর্বোচ্চ ছক্কার রেকর্ডও বটে।
এই ইনিংসটি খেলার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর ১০০ দিন। এত কম বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। পেছনে পড়ে গেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, যিনি ১৪ বছর ২৪১ দিনে করেছিলেন শতরান।
চলতি সফরের আগের ম্যাচেও আলো ছড়িয়েছিলেন সূর্যবংশী। ৩১ বলে খেলেছিলেন ৮৬ রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ছক্কা ছিল ৯টি। এবার নিজেকেই ছাড়িয়ে গড়লেন নতুন রেকর্ড।
ম্যাচ শেষে এই তরুণ ব্যাটার বলেন, ‘শতক করার পরও জানতাম না যে রেকর্ড করেছি। পরে আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার এসে বললেন। উদযাপন বলতে কিছুই না, প্রতিটা ম্যাচই আমার কাছে স্বাভাবিক। আজ একটু খুশি, দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। এখন বাড়িতে আর বন্ধুদের সঙ্গে কথা বলব।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত