আন্দোলন, পরীক্ষা, অবরোধে স্থবির রাজধানী, ভোগান্তি
Published: 7th, July 2025 GMT
বিভিন্ন দাবিতে কয়েকটি আন্দোলন এবং চিকিৎসকদের পরীক্ষার কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র যানজট দেখা দেয়। কিছু এলাকায় যানজট সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ছিল। এতে চরম ভোগান্তির শিকার হন অনেক যাত্রী।
মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) চিকিৎসকদের এফসিপিএস পরীক্ষা শুরু হয় গতকাল সকালে। সেই পরীক্ষাকে কেন্দ্র করে সকালেই মহাখালীতে প্রায় চার হাজার গাড়ির আগমন ঘটে। দুপুরে পরীক্ষা শেষ হলে আবার এই চার হাজার গাড়ির চলাচল শুরু হয়।
দুপুরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী এলাকার রাস্তা এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আবার সেনানিবাসে যান রাষ্ট্রপতি মো.
শাহবাগ এলাকা থেকে যমুনা অভিমুখে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাঁরা দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদ পর্যন্ত যান। এ ছাড়া সড়ক দখল করে সোমবার দুপুরে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা পরীক্ষার্থীরা।
এসব কারণে সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট ছিল। সড়ক অবরোধ থাকায় এক এলাকার যানজট আরেক এলাকায় ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকে যানজটের ভোগান্তির কথা তুলে ধরেন। ‘ট্রাফিক অ্যালার্ট’ নামের একটি ফেসবুক গ্রুপে শাহিদা আখতার নামের একজন লেখেন, বাসে করে গুলশান থেকে মহাখালী তিনি দেড় ঘণ্টায়ও পৌঁছাতে পারেননি।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে কুর্মিটোলা থেকে বনানী যাওয়ার রাস্তায় যানজটে পড়েন মো. আতাউর। তিনি বলেন, মোটরসাইকেলে করে উড়ালসড়ক থেকে নামতেই কুর্মিটোলার এমইএস বাসস্ট্যান্ডে আধা ঘণ্টার বেশি সময় যানজটে আটকা থাকেন তিনি। সামনে গিয়ে দেখেন, ট্রাফিক পুলিশের সদস্যরা বনানীর দিকে যেতে উড়ালসড়কে ওঠার আগে যানবাহন থামিয়ে রাখছেন।
সাহেলা আক্তার নামের একজন প্রথম আলোকে বলেন, সোমবার দুপুরে মহাখালী থেকে রিকশায় করে কারওয়ান বাজার আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। মূল সড়কে যানজট থাকায় তেজগাঁও শিল্পাঞ্চলের সড়কেও যাত্রীবাহী বাস চলে আসতে দেখেন তিনি।
রাজধানীর বেইলি রোড এলাকায়ও সোমবার যানজট ছিল। বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে শাহবাগ থেকে মালিবাগ এলাকায় যাচ্ছিলেন। বেইলি রোডে এসেই তিনি যানজটে পড়েন। এক জায়গায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। উপায় না দেখে বেইলি রোডের কেএফসির কাছে মোটরসাইকেল রেখে হেঁটে মালিবাগের দিকে রওনা দেন তিনি।
মহাখালী ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. দেলোয়ার হোসেন সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মহাখালীর বিসিপিএসে চিকিৎসকদের পরীক্ষার কারণে সোমবার সকাল থেকেই যানজট তৈরি হয়। পরে রাষ্ট্রপতির চলাচল এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ছিল। মহাখালীর যানজট শহরের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। সকালে শুরু হওয়া এই যানজট রাত পর্যন্ত গড়ায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র য নজট পর ক ষ এল ক য় স মব র
এছাড়াও পড়ুন:
উপকূলের দ্বীপে ত্বকের চিকিৎসাসেবা দিচ্ছেন বিশেষজ্ঞরা
প্রতিকূল প্রকৃতির নির্মম ছোবল, বিশুদ্ধ পানির সংকট ও দারিদ্র্য সব মিলিয়ে খুলনার উপকূলীয় প্রান্তিক মানুষের কাছে বেঁচে থাকাই একপ্রকার লড়াই। সেখানে স্বাস্থ্যসেবা নিয়ে ভাবার সুযোগ কই? তার ওপর হাসপাতালে যেতে হলে পড়তে হয় যোগাযোগব্যবস্থার জটিলতায়। এমন বাস্তবতায় চিকিৎসাসেবা তাঁদের কাছে যেন সোনার হরিণ। নিয়মিত লবণপানিতে বসবাসের কারণে সেখানে ত্বকের নানা রোগ নিত্যদিনের সঙ্গী।
এসব মানুষের দোরগোড়ায় ত্বকের চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে চর্মরোগ–বিশেষজ্ঞদের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি (বিএডি)। বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার তিনটি দ্বীপ এলাকায় ভ্রাম্যমাণ এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।
চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ–বিশেষজ্ঞ মো. ওয়াজেদ আলী মৃধা। তিনি বলেন, আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে এই প্রথম বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি এমন আয়োজন করেছে। দাকোপের বাজুয়া, কালিনগর ও চালনা—এই তিন এলাকায় চিকিৎসা শিবিরের কার্যক্রম চলছে।
ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে অন্তত এক হাজার মানুষকে বিনা মূল্যে ত্বকের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার পরিকল্পনা করেছে। প্রথম দুই শিবিরে দেখা গেছে, এ অঞ্চলের বেশির ভাগ রোগী ছত্রাকজনিত সংক্রমণে ভুগছেন। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা ও আর্দ্রতা বাড়ছে। ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি।
আজ রোববার বৃষ্টিবিঘ্নিত দিনে দ্বিতীয় শিবিরের কার্যক্রম চলছে কালিনগর জি সি মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলার সময় দুর্বল বেড়িবাঁধ ভেঙে ডুবে গিয়েছিল পুরো কালিনগর। সেই ক্ষত এখনো শুকায়নি। সেখানে চিকিৎসা নিতে এসেছেন গৃহিণী সাহেরা খাতুন (৩৬)। দীর্ঘদিন ধরে একজিমায় ভুগছেন তিনি। দুই হাতের আঙুলে ঘা হয়ে গেছে। সারাক্ষণ যন্ত্রণায় কাঁদেন।
সাহেরা খাতুন বলেন, গ্রামের চিকিৎসকদের কাছ থেকে ওষুধ খেলে কিছুদিন ভালো থাকেন। অনেক ঝাড়ফুঁক করিয়েছেন। কিন্তু কখনো ভালো চিকিৎসক দেখাতে পারেননি। এবার সেই সুযোগ পেলেন। আরেক গৃহিণী শিবানী রায় (৪৭) বলেন, শরীরে দীর্ঘদিন ধরে চুলকানি। পায়ের গোড়ালিও ফেটে থাকে। বড় কোনো চিকিৎসক দেখানো হয়নি কখনো।
চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন বিএডির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, এ অঞ্চলের পানি ও মাটির লবণাক্ততায় ত্বকের রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায়। সবচেয়ে বেশি ভোগেন নারী ও শিশুরা।
চিকিৎসক দলের সদস্যরা জানান, এখনকার বহু মানুষ দীর্ঘদিন ধরে দাঁত (ফাঙ্গাল ইনফেকশন), কনট্যাক্ট ডার্মাটাইটিস (লবণপানি, কৃষিজমি বা দূষিত মাটি থেকে সৃষ্ট একজিমা), ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, হাত-পায়ে ক্ষত, চুলকানি, মুখের কালো দাগ, খুশকি ও চুল পড়া, শ্বেতীসহ বিভিন্ন সমস্যায় ভুগলেও নিয়মিত চিকিৎসাসেবা পান না।
গত ২০ জুন বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে প্রথম শিবিরে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য শহীদুল্লাহ সিকদার। সেখানে ২৫০ জনের বেশি মানুষ চিকিৎসা নেন। আগামীকাল সোমবার চালনা মহিলা কলেজে হবে তৃতীয় শিবির। অধ্যাপক শহীদুল্লাহ সিকদার বলেন, ‘ত্বক আমাদের শরীরের প্রথম সুরক্ষা স্তর। সুস্থ ত্বক মানেই সুস্থ শরীর। আমরা চাই, ত্বকের যত্ন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ুক। তৃণমূলের মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছাক।’
বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানুষকে ত্বকের যত্ন সম্পর্কে সচেতন করা এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই আয়োজন করা হয়েছে।