গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার (৩২) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিল্পী আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার মো.

আব্দুল জলিলের মেয়ে। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার আব্দুল কাদিরের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ডেকো গার্মেন্টস কারখানায় সুইং সেকশনের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মনির হোসেন জানান, সকালে শিল্পী আক্তার পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এলেও চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়।

ডেকো গার্মেন্টসের মানবসম্পদ কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, ‘‘শিল্পী আক্তার আমাদের কারখানার সুইং সেকশনের একজন পরিশ্রমী কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী বলেন, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/রফিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ