যে ম্যাচের শিরোনাম এমবাপ্পে বনাম পিএসজি
Published: 9th, July 2025 GMT
আজ আবার সেই পথেই দেখা হয়ে গেল/কত সুর কত গান মনে পড়ে গেল...পুলক বন্দ্যোপাধ্যায়ের গানের এ লাইন দুটির মতো ফুটবলের পথ পেরোতে পেরোতে কিলিয়ান এমবাপ্পে আর পিএসজির আজ আবার দেখা হয়ে যাচ্ছে। যে পথে একদিন এমবাপ্পে আর পিএসজি হাত ধরাধরি করে হেঁটেছে একই গন্তব্যে পৌঁছানো আর একই স্বপ্ন অর্জনের আশায়, আজ সেখানে দুই পক্ষের দেখা বিপরীত দিকে দাঁড়িয়ে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে এমবাপ্পে আজ রিয়াল মাদ্রিদকে নিয়ে দাঁড়িয়ে পিএসজির বিশ্বসেরা হওয়ার স্বপ্নের পথ আগলে!
জীবনের এমন এক বাঁকে দাঁড়িয়ে এমবাপ্পের মনে যেমন অম্ল ও মধুর, নানা রকমের স্মৃতি ভিড় করার কথা, পিএসজি শিবিরেও তা–ই। এমবাপ্পের মনে পড়বে মোনাকো থেকে সেই ২০১৭ সালে ধারের চুক্তিতে পিএসজিতে যাওয়া। এরপর স্থায়ী চুক্তি এবং অল্প দিনেই প্যারিসের সবচেয়ে জনপ্রিয় মুখ হয়ে ওঠা। সেখান থেকে ক্লাবটির হয়ে একে একে জেতা ছয়টি লিগসহ ১৫টি শিরোপার কথা। একই সঙ্গে হয়তো মনে পড়বে প্যারিসের শেষ দিনগুলোয় পিএসজির সমর্থক আর কর্মকর্তাদের কাছে নায়ক থেকে ‘খলনায়ক’ হয়ে যাওয়ার বিষয়টিও।
পিএসজির ক্ষেত্রেও তা–ই। এমবাপ্পের সামনে দাঁড়িয়ে কাতারি মালিকানার পিএসজি শিবিরে হয়তো পুরোনো সেই ব্যথা জেগে উঠবে আবার—যে এমবাপ্পেকে এত ভালোবাসা দিয়েছিলেন তাঁরা, সেই এমবাপ্পেই কিনা কখনো সবচেয়ে আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি। তার ওপর তাঁদের ভাষায় ২০২৪ সালে পিএসজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপ্পে। এমবাপ্পে চলে যাওয়ার পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা পিএসজি আজ তাই চাইবে রিয়ালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ‘বিশ্বাসঘাতক’-এর ওপর প্রতিশোধ নিতে! কারণ? স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দুহাজার বছরেও সব মনে রাখে! এ তো মাত্র এক বছরের কিছু বেশি সময়ের কথা!
পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পর স্মারক জার্সি হাতে এমবাপ্পে। পুরোনো সেই দিনগুলোর কথা কি আজ মনে পড়বে ফরাসি তারকার!.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্লাঙ্কোসদের তছনছ করে ফাইনালে পিএসজি
শূন্য হাতে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ক্লাব বিশ্বকাপ জিততে মুখিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি পরীক্ষার সামনে পড়েন আলোনসো। ওই পরীক্ষায় বাজেভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাদের ৪-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের পিএসজি।
বুধবার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউরোপিয়ান ক্লাসিকোর ভাগ্য ২৪ মিনিটেই গড়ে ফেলে লা প্যারিসিয়ানরা। ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর ভুলে ৬ মিনিটে প্রথম লিড নেয় পিএসজি৷ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।
তিন মিনিট পরে আবারো রিয়াল ডিফেন্ডারের ভুল। এবার অভিজ্ঞ অ্যান্তোনি রুডিগার বল হারান। যা ধরে গতির সঙ্গে রিয়ালের বক্সে ঢুকে ব্যবধান ২-০ করেন উসমান ডেম্বেলে।
ফ্যাবিয়ান রুইজ ২৪ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন। শুরুতেই রিয়ালের রক্ষণভাগ তছনছ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় লা প্যারিসিয়ানরা। বদলি নামা গঞ্জালো রামোস ম্যাচের শেষদিকে অর্থাৎ, ৮৭ মিনিটে রিয়ালের জালে গোলের হালি পূর্ণ করেন।
আলোনসোর কৌশলে ম্যাচে রিয়াল মাদ্রিদ যেন পুরোপুরি বোতলবন্দী ছিলেন। ভিনিসিয়াস জুনিয়রকে তিনি রাইট উইঙ্গে খেলান। অস্বস্তির ওই পজিশনে ব্রাজিলিয়ান উইঙ্গারকে খুঁজেই পাওয়া যায়নি। তিনি গোলে না পেরেছেন শট নিতে, না পেরেছেন সুযোগ তৈরি করে দিতে। ম্যাচে রিয়াল মাদ্রিদ মাত্র ৩১ শতাংশ বল পায়ে রাখতে পেরেছিল। যা খুবই বেমানান। গোলে শট নিতে পেরেছিল মাত্র দুটি। যা পিএসজি গোলরক্ষক দোন্নারুমার জন্য ফেরাতে না পারার কারণই ছিল না।