অ্যাডিলেডে ২০২২ সালের টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস। ওই ৬০ রানের ইনিংসটিই আইপিএল খেলার সুযোগ করে দিয়েছিল তাঁকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যর্থ হলেন, ছিটকে গেলেন আইপিএল থেকে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি দেওয়া হলো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো মৌসুম খেলার জন্য। লিগ শুরুর আগেই চোট নিয়ে দেশে ফিরলেন তিনি। লিটন যেন অভিশপ্ত সময় পার করছেন ক্রিকেটে। সেভাবে সফল হতে পারছেন না কোথাও। 

টেস্টে মোটামুটি ভালো করতে পারলেও ওয়ানডে ক্রিকেটে নিয়মিত খেলা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ খেলে রিজার্ভ বেঞ্চে যেতে হয়েছে তাঁকে। এ রকম মানসিক চাপে থাকা লিটনকে আজ নেতৃত্ব দিতে হবে টি২০ ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজ জয়ের ব্যাপারে জোর গলায় কিছুই বলতে পারলেন না লিটন। নিজেকে নিয়েও আশার বাণী শোনাতে পারলেন না। অথচ তামিম ইকবাল-উত্তর সময়ে এই লিটনেরই তো বড় তারকা হওয়ার কথা ছিল।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটনকে মনে করিয়ে দেওয়া হলো ২০১৯ সালে স্বপ্নের মতো একটি বছর পার করেছেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত মোটামুটি ভালোই করছিলেন। জাতীয় দল থেকে অন্তত বাদ পড়তে হতো না তাঁকে। গত বছর থেকে সে অভিজ্ঞতার ভেতর দিয়েও যেতে হয়েছে উইকেটরক্ষক এ ব্যাটারকে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়ে হোটেল ছাড়তে হয়েছিল মাথা নত করে। বিপিএলে রান পেতে দেরি হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। টি২০ খেলছেন নেতৃত্বের কারণে। এখানেও তো ভালো করতে পারছেন না লিটন। 

স্মৃতি হাতড়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক বলেন, ‘আমার জন্য প্রতিটি সিরিজ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় খেললে আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি। শুধু চেষ্টাই করতে পারব। আমি আগেও বলেছি, সেরাটা দিয়ে প্র্যাকটিস করি, একই চেষ্টা মাঠেও করি। অনেক সময় ব্যর্থতা চলে আসে। সাফল্যের হার খুব একটা বেশি থাকছে না। এটাই জীবনের অংশ। অনেক খেলোয়াড় আছে, যারা এক দেড় বছর খুব সফল হয়েছে, পরের বছরই তারা ব্যর্থ হয়েছে। কী কারণে ব্যর্থ হয়েছে– এটি জানা গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি, ওটাকে খুঁজে বের করে ওখান থেকে বের হতে।’

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ফোনে বলছিলেন, লিটনের খারাপ সময়ে পুরো দল পাশে আছে। সবাই চেষ্টা করছে তাকে ছন্দে ফেরাতে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আরও কিছুদিন দেখতে চান উইকেটরক্ষক এ ব্যাটারকে। কারণ ছন্দে থাকা লিটনের ব্যাটিং ভয়ংকর সুন্দর এবং বিধ্বংসী। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ দিয়েই পুরোনো ছন্দে ফিরতে চান তিনি। 

প্রথম ওয়ানডের পর একাদশ থেকে বাদ পড়ে টি২০ ক্রিকেটে মনোযোগ দেন তিনি। লিটন বলেন, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, তাই বসে ছিলাম। ওই সময়ে চেষ্টা করেছি টি২০-এর জন্য প্রস্তুতি নিতে। চেষ্টা করেছি অনুশীলনে সময়টা কাজে লাগাতে।’ এই চেষ্টার ফল আজ ২২ গজে পেলে বেশি লাভবান হবে দল। পাল্লেকেলের ব্যাটিংস্বর্গে ছবির মতো ব্যাটিং দেখতে পাবেন দর্শক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন ক ম র দ স ল টন র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ