‘মা, ক্ষুধা পেয়েছে, ভাত খাব।’ চার বছরের শিশু সত্যজিৎ চাকমার এটিই ছিল শেষ কথা। শুনে ছেলেকে বারান্দায় রেখে রান্নাঘরে ভাত আনতে যান মা সুরেশ বালা তঞ্চঙ্গ্যা। তবে দুই মিনিট পর ফিরে দেখেন, বারান্দায় ছেলেটি আর নেই।

ঘটনাটি ঘটেছে বান্দরবান শহরতলির সিনিয়রপাড়ায় এলাকায়। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে এভাবেই নিখোঁজ হয়েছিল সত্যজিৎ। দুই দিন পর আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রেইছা বাজারসংলগ্ন রেইছা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বান্দরবানে টানা বৃষ্টি হচ্ছে। এ কারণে পাহাড়ি ঝিরি ও ঝরনা হঠাৎ স্রোতপূর্ণ হয়ে পড়েছে। সিনিয়রপাড়ার সমীরণ চাকমার বাড়ির পাশে একটি ঝিরি আছে। শিশুটির বাবা সমীরণ চাকমার ধারণা, শিশুটি পাশের ঝিরিতে খেলতে গিয়ে স্রোতে ভেসে গেছে।

সমীরণ চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনার দিন তিনি অফিসে ছিলেন। তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে ছিল। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল। ছেলে বলেছিল, ক্ষুধা পেয়েছে। মা ছেলেকে বারান্দায় বসিয়ে রান্নাঘরে যায়। ফিরে এসে দেখে ছেলে নেই।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ পারভেজ বলেন, রেইছা বাজার এলাকার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য পরিবারের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জনস্বার্থ প্রাধান্য দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে: তথ্য উপদেষ্টা

জনস্বার্থ প্রাধান্য দিয়ে সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবাপ্রদান এবং ওটিটি প্লাটফর্মের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ক্ষেত্রে কোন্ মন্ত্রণালয় কোন্ কাজটি করবে; সেটি এলোকেশন অব বিজনেস দ্বারা নির্ধারিত। তিনি দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবাপ্রদান এবং ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্ম সংক্রান্ত নীতিমালা প্রণয়ন বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সম্প্রচারব্যবস্থা যুগোপযোগী ও জনবান্ধন করতে প্রযুক্তি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করতে হবে। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট অংশীজনকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, এ বিষয়ে দুই মন্ত্রণালয় সিদ্ধান্তগ্রহণ করবে। এর পাশাপাশি লাইসেন্সিং, মনিটরিং ও মনিটাইজেশনের বিষয়েও দুই মন্ত্রণালয় সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ