গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাতে ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছিলেন হামজা চৌধুরীরা। কিন্তু গত ১০ জুন একই প্রতিযোগিতায় সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২–১ গোলের হারে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ।

আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়ে ১৮৪তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। গত বছরের জুন থেকে আজ পর্যন্ত মোট আটবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এ সময়ে বাংলাদেশ ১৮৩তম থেকে ১৮৬তম স্থানেই আটকা থেকেছে।

সর্বশেষ র‍্যাঙ্কিং থেকে বর্তমান র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে ৫.

১৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১। ৯০০.৬২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ব্রুনাই। বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর এগিয়েছে দুই ধাপ। র‍্যাঙ্কিংয়ে এখন তাদের অবস্থান ১৫৯।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালের ২৪ এপ্রিল র‍্যাঙ্কিংয়ে এমন শক্ত অবস্থানে ছিল তারা। এরপর মাঠের পারফরম্যান্স ক্রমেই নিম্নমুখী হওয়ায় র‍্যাঙ্কিংয়ের গ্রাফও নিম্নমুখী হতে থাকে। ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭তম স্থানে নেমেছিল বাংলাদেশ।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ধরে রেখেছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে জুনে লিওনেল মেসিরা চিলিকে ১–০ গোলে হারালেও কলম্বিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করায় পয়েন্ট খুইয়েছে ০.৮। আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার পর আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।

গত জুনে উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ ওপরে উঠে এসেছে। পর্তুগিজদের অবস্থান এখন ষষ্ঠ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ