রূপগঞ্জে আরিফুজ্জামান ইমনের উদ্যোগে যুবদলের প্রস্তুতি সভা
Published: 10th, July 2025 GMT
সারাদেশে চলমান বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তুতি সভা করেছে যুবদলের নেতৃবৃন্দ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ভুলতা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত "প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচী" সফল করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান যুবদল নেতা ইমন। বিএনপি'র ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন এবং যারা বিগত সময় ক্লিন ইমেজের অধিকারী সুশীল সমাজের লোক তাদেরকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সেই সাথে স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো দোসর কিংবা খারাপ চরিত্রের কোনো মানুষকে রূপগঞ্জে বিএনপির সদস্য করা হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি। বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে আগামী দিনে রূপগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুস্থ রাজনীতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুবদল নেতা আরিফুজ্জামান ইমন।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক আবু হানিফ, যুবদল নেতা আওলাদ হোসেন, রুবেল মিয়া, আমজাদ হোসেন, কামাল হোসেন, নাজমুল হোসেন, মোস্তফা মিয়া প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ য বদল ন র য়ণগঞ জ প রস ত ত য বদল র ন য বদল ব এনপ র র পগঞ জ র সদস য
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।
শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।