আমি প্রতিহিংসার রাজনীতি করি না : গিয়াসউদ্দিন
Published: 10th, July 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আপনারা জানেন শেখ হাসিনার আমলে অনেক গডফাদার অনেক সন্ত্রাসী তৈরি হয়েছে। তেমনি এক গডফাদার তৈরি হয়েছিল আমাদের নারায়ণগঞ্জে।
সন্ত্রাসীদের স্বর্গ রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। গড ফাদারের এক বিশিষ্ট সন্ত্রাসী ছিল এই শিমরাইল এলাকায়। ৭ খুন করেছে। এই খুনের কারণে নারায়ণগঞ্জকে সিদ্ধিরগঞ্জ কে চিনেছে সারা বাংলাদেশের মানুষ। ঘৃণা লজ্জায় আমাদের মাথা হেঁটে করে ফেলেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও সদস্য সংখ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুয়া, মদ-সেরাব ইত্যাদি নেশা সামগ্রী বিক্রি করে উঠতি বয়সের ছাত্র সমাজের চরিত্র কে সেদিন ধ্বংস করে দিয়েছিল। বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছে মানুষকে। সেদিন মানুষ তার সামনে গিয়ে কথা বলতে পারে নাই তাকে বাধা দিতে পারে নাই ।
এরকম এক সন্ত্রাসী ছিল এবং এই সন্ত্রাসী একটি গরিব ঘরের সন্তান হয়ে কোটি কোটি টাকা অর্থ সম্পদ করেছে ভাই বেরাদার আত্মীয় স্বজনদের নিয়ে। নারায়ণগঞ্জ চষে বেরিয়েছে। তারা আজকে কোথায় বন্দী খাঁচায় জেলখানায়।
জেলখানায় থেকেও আজকে তারা অপকর্ম ও লুণ্ঠন করে নেয় তাদের সহযোগী আছে যারা অর্থাৎ সম্পদ সংগ্রহ করে তাদের হাতে তুলে দেয়। সেখানে থেকে তারা ষড়যন্ত্র করে কিভাবে এই এলাকায় হত্যাকান্ড করবে। কিভাবে তারা আবার স্বৈরশাসক নিয়ন্ত্রণ করবে।
গিয়াসউদ্দিন বলেন, তাদের ভাই ভাতিজা কিভাবে এলাকার লুণ্ঠন করেছে লুটতরাজ করেছে এবং সকল মেইল ফ্যাক্টরি থেকে চাঁদা খেয়েছে । এবং ষড়যন্ত্র করছে কিভাবে এলাকায় সন্ত্রাস করা যায়। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে কিন্তু তাদের সাথে থাকা ঝমঝম করত অস্ত্র তা এখনো উদ্ধার হয়নি। তারা পলাতক থাকে কোথায় তা আমরা জানি।
আমরা প্রতিহিংসা পরায়ণ নই। সেজন্য তাদের ঘরগুলো বাড়িগুলো এখনো যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে। অন্য জায়গায় সেগুলো মাটির সাথে মিশে গেছে আপনারা জানেন। আমি গিয়াস উদ্দিন বলতে পারি প্রতিহিংসার রাজনীতি করি না।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারের কাছে জনগণ কিছু প্রত্যাশা করে। যারা সন্ত্রাসী করেছে লুণ্ঠন করেছে তাদের আইনানিক ব্যবস্থা গ্রহণ করুন। এটাই আপনাদের থেকে জনগণ প্রত্যাশা করে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র জন ত ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।