নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আপনারা জানেন শেখ হাসিনার আমলে অনেক গডফাদার অনেক সন্ত্রাসী তৈরি হয়েছে। তেমনি এক গডফাদার তৈরি হয়েছিল আমাদের নারায়ণগঞ্জে। 

সন্ত্রাসীদের স্বর্গ রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। গড ফাদারের এক বিশিষ্ট সন্ত্রাসী ছিল এই শিমরাইল এলাকায়। ৭ খুন করেছে। এই খুনের কারণে নারায়ণগঞ্জকে সিদ্ধিরগঞ্জ কে চিনেছে সারা বাংলাদেশের মানুষ। ঘৃণা লজ্জায় আমাদের মাথা হেঁটে করে ফেলেছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও সদস্য সংখ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, জুয়া, মদ-সেরাব ইত্যাদি নেশা সামগ্রী বিক্রি করে উঠতি বয়সের ছাত্র সমাজের চরিত্র কে সেদিন ধ্বংস করে দিয়েছিল। বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করেছে মানুষকে। সেদিন মানুষ তার সামনে গিয়ে কথা বলতে পারে নাই তাকে বাধা দিতে পারে নাই ।

এরকম এক সন্ত্রাসী ছিল এবং এই সন্ত্রাসী একটি গরিব ঘরের সন্তান হয়ে কোটি কোটি টাকা অর্থ সম্পদ করেছে ভাই বেরাদার আত্মীয় স্বজনদের নিয়ে। নারায়ণগঞ্জ চষে বেরিয়েছে।  তারা আজকে কোথায় বন্দী খাঁচায় জেলখানায়।

জেলখানায় থেকেও আজকে তারা অপকর্ম ও লুণ্ঠন করে নেয় তাদের সহযোগী আছে যারা অর্থাৎ সম্পদ সংগ্রহ করে তাদের হাতে তুলে দেয়। সেখানে থেকে তারা ষড়যন্ত্র করে কিভাবে এই এলাকায় হত্যাকান্ড করবে। কিভাবে তারা আবার স্বৈরশাসক নিয়ন্ত্রণ করবে। 

গিয়াসউদ্দিন বলেন, তাদের ভাই ভাতিজা কিভাবে এলাকার লুণ্ঠন করেছে লুটতরাজ করেছে এবং সকল মেইল ফ্যাক্টরি থেকে চাঁদা খেয়েছে । এবং ষড়যন্ত্র করছে কিভাবে এলাকায় সন্ত্রাস করা যায়। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে কিন্তু তাদের সাথে থাকা ঝমঝম করত অস্ত্র তা এখনো উদ্ধার হয়নি। তারা পলাতক থাকে কোথায় তা আমরা জানি।

আমরা প্রতিহিংসা পরায়ণ নই। সেজন্য তাদের ঘরগুলো বাড়িগুলো এখনো যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে। অন্য জায়গায় সেগুলো মাটির সাথে মিশে গেছে আপনারা জানেন। আমি গিয়াস উদ্দিন বলতে পারি প্রতিহিংসার রাজনীতি করি না। 

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারের কাছে জনগণ কিছু প্রত্যাশা করে। যারা সন্ত্রাসী করেছে লুণ্ঠন করেছে তাদের আইনানিক ব্যবস্থা গ্রহণ করুন। এটাই আপনাদের থেকে জনগণ প্রত্যাশা করে।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক  সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি  মোঃ আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.

এ হালিম জুয়েল,সহ-সভাপতি জি.এম সাদরিল,সহ-সভাপতি ডি.এইচ বাবুল, সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং মহানগর শ্রমিক দলের আহবায়ক এস. এম আসলাম,সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল,সহ-সভাপতি মোহাম্মদ রওশন আলী,সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু,সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সহ-সভাপতি মোঃ কামরুল হাসান শরীফ, সহ-সভাপতি মোঃ সেলিম মাহমুদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনিস সিকদার, জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক আহ্বায় মমতাজ উদ্দিন মন্তু,মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ সাগর প্রধান,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেন,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  হাজী মোহাম্মদ মোস্তফা,৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র জন ত ব এনপ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”

দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
  • বিএনপি নেতা রাজীবের বক্তব্যের সমালোচনায় ইসলামী আন্দোলন
  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল