বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনা-সমালোচনার কমতি থাকে না। টুর্নামেন্টের পরের আসরে তা কমিয়ে আনতে চায় বিসিবি। সেই প্রস্তুতিও বেশ আগেভাগেই শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ জন্য বিপিএলের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে সাংবাদিক, খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসর ও সমর্থকদের সঙ্গে বসবেন তাঁরা।  

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। ওই হিসাবে হাতে আর মাস পাঁচেক সময় বাকি আছে। আগামী সপ্তাহেই অংশীজনদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম।

আমরা স্পনসর ও কমার্শিয়াল পার্টনারদের সঙ্গেও আলোচনায় বসব। একটা আবেদনপ্রক্রিয়া করে সমর্থকদেরও সম্পৃক্ত করার চেষ্টা করব। যেখানে আমরা বোঝার চেষ্টা করব, ভক্তরা কী কী দেখতে চায়।মাহবুব আনাম, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান

বোর্ড পরিচালকদের সভার পর আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে স্টেকহোল্ডারদের অংশগ্রহণটা আরও ইনক্লুসিভ করার জন্য আগামী সপ্তাহ থেকে বিপিএল সম্পর্কে একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেকহোল্ডার থেকে। বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিকদের সঙ্গে একটা পরামর্শমূলক প্রোগ্রাম করব। ক্রিকেটার, কোচ ও টেকনিক্যাল স্টাফ নিয়ে হবে আরেকটা গ্রুপ (আলোচনার জন্য)। আগের ফ্র্যাঞ্চাইজি মালিক, বিসিবির সঙ্গে যাদের কোনো ঝামেলা নাই, তাদের সঙ্গেও আলোচনা করব।’

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি দেবে ভারত ক্রিকেট দলের নতুন স্পনসর

অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শিগিশিরই নতুন স্পনসর পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে, যা আগের স্পনসর ড্রিম১১–এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি। ড্রিম১১ ম্যাচপ্রতি বিসিসিআইকে ৪ কোটি রুপি দিত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। এই সময়ে ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে। বোর্ড শিগগিরই প্রধান স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ার্সের নাম ঘোষণা করবে।

ক্রিকবাজ জানতে পেরেছে, সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পনসর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে টাকার অঙ্কে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি।

অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি দেবে ভারত ক্রিকেট দলের নতুন স্পনসর