ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে ভাসমান অবস্থায় নুরুল আলম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। নুরুল আলম দৌলতপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো.

সাদেকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির অদূরে বন্যার পানিতে কারেন্ট জাল পেতেছিলেন নুরুল আলম। গতকাল ফজরের নামাজের পর সেই জাল তুলতে যান তিনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরে সন্ধ্যায় বন্যার পানিতে তাঁর লাশ ভেসে ওঠে। তাঁর পায়ে কারেন্ট জাল বাঁধা ছিল।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও নিহত ব্যক্তি প্রতিবেশী ফখরুল আলম বলেন, নুরুল আলম সম্প্রতি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন ধরে তাঁর শরীরে জ্বরও ছিল। এর মধ্যেই তিনি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, জাল তোলার সময় বন্যার পানিতে ডুবে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জেনেছি। আজ (শুক্রবার) তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন য র প ন ত ন র ল আলম

এছাড়াও পড়ুন:

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সম্পর্কিত নিবন্ধ