সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ বাসস্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ছিনতাই ও চুরি। অথচ প্রশাসন রয়েছে নিরব দর্শকের ভূমিকায়।

সরেজমিনে দেখা গেছে, আদমজী ইপিজেডের মূল গেটের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে খাবারের হোটেল, কনফেকশনারি, মোটরসাইকেল গ্যারেজ, বাস কাউন্টার ও পেট্রোল-অকটেন বিক্রির দোকান। প্রায় ২৫টিরও বেশি এ ধরনের স্থাপনা এখন পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চাষাড়া-আদমজী সড়কের দুই পাশে দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক চলাচল করেন। যানজটের কারণে পথচারীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, সেইসাথে বাসস্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। প্রায়ই ঘটছে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনতাইয়ের ঘটনা।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর এ এলাকায় দখলদার চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির আশ্রয়ে এসব অবৈধ দোকান ও বাস কাউন্টার পরিচালিত হতো। 

এখন তার ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি অন্তরা বাস কাউন্টার এবং ইপিজেডের অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। সরকারি জমি উদ্ধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তাদের প্রশ্ন, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি চায়, তবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু কারা যেন ছায়া থেকে এসব দখলদারদের রক্ষা করছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রেওয়ান, এনডিসি, পিএসসি, পরিচালক, ডিপি (আর্মি)–২, ডিজিডিপি ও কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, বিজিওএম, এনডিসি, পিএসসি।

একাদশ শ্রেণির নবাগত প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২ হাজার ৪১১ শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২ হাজার ২২৭ জন জিপিএ–৫ অর্জন করেছে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে নবীনবরণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে ধরা ছোঁয়ার বাইরে যুবলীগ নেতা মতির সহযোগী জাহাঙ্গীর, ক্ষোভ চরমে