শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জেমস গানের বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘সুপারম্যান’। ছবিটি মুক্তি পেয়েছে ভারতেও। তবে ছবিতে চুম্বন দৃশ্যে কাঁচি চালানোয় অন্তর্জালে শুরু হয়েছে প্রবল বিতর্ক। খবর হিন্দুস্তান টাইমসের

গতকাল জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ দেখতে গিয়েছিলেন ভারতীয় দর্শকেরা। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে হতাশ হতে হয় তাঁদের। কারণ, ছবির কয়েকটি চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। এক্সে অনেক দর্শক মন্তব্য করেছেন, ‘রোমান্টিক দৃশ্য কি এখন সেন্সরের চোখে অশালীন?’ কেউ আবার লিখেছেন, ‘একটা সাধারণ চুম্বনও কি সহ্য করতে পারে না সার্টিফিকেশন বোর্ড?’
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) বেশ কয়েকটি দৃশ্যে কাঁচি চালিয়েছে, যার মধ্যে রয়েছে ডেভিড ও র‍্যাচেলের মধ্যে ৩৩ সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য।

সিবিএফসি সেই দৃশ্যকে ‘সংবেদনশীল ও শারীরিকভাবে ঘনিষ্ঠ’ আখ্যা দিয়ে ছোট করতে বলে। সূত্রের দাবি, ইউ/এ সার্টিফিকেশন পাওয়ার জন্য নির্মাতারা ওই কাট মেনে নেন।
ছবির একেবারে শুরুতেই দুই চরিত্রের প্রথম সাক্ষাতের সময় একটি ঘনিষ্ঠ মুহূর্তে কাট দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে একটি দৃশ্য, যা ট্রেলারে দেখানো হয়েছিল—হাওয়ার মধ্যে ভেসে থাকা অবস্থায় সুপারম্যান ও লুইসের চুম্বন ভারতের সংস্করণে দৃশ্যটি প্রায় পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।

শুধু রোমান্টিক দৃশ্য নয়, গোটা ছবিতে বেশ কয়েকটি গালাগাল মিউট করে দেওয়া হয়েছে। সম্প্রতি ব্র্যাড পিট অভিনীত ‘এফ১’ ছবিতে একটি দৃশ্যে কাঁচি চালিয়েও সমালোচনার মুখে পড়েছিল সিবিএফসি।

আরও পড়ুনবিনোদন–দুনিয়ায় বড় চমক আজ১১ জুলাই ২০২৫

হলিউড ছবির ‘ভারতীয় সংস্করণ’ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন, এভাবে কাটাকাটি করে নির্মাতার মূল ভাবনাকেই ক্ষতিগ্রস্ত করা হয়। তবে সব কাটছাঁট সত্ত্বেও ‘সুপারম্যান’ ইতিমধ্যে বিশ্বজুড়ে ভালো প্রশংসা কুড়িয়েছে।
এবারের ‘সুপারম্যান’ ছবিটি নির্মিত হয়েছে ডিসি ইউনিভার্সের নতুন সূচনার অংশ হিসেবে। পরিচালনায় আছেন জেমস গান। সুপারম্যানের চরিত্রে রয়েছেন ডেভিড কোরেনসোয়েট। ছবিটি কেবল অ্যাকশনধর্মী নয়, এতে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিকতা, রাজনীতি, অভিবাসন ও নৈতিক দ্বন্দ্বের গল্প।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ম বন দ শ য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ