জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতা ঘেরের দখল নিতে চায়। 

শনিবার জাতীয় নাগরিক পার্টির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।

আখতার আরও বলেন, বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লা বিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশ এ যেন কোনো গুম খুন না হয় সে জন্য সবক্ষেত্রে সংস্কার দরকার।

তিনি বলেন, একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।

এছাড়া কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বুঝে না, আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। আমরা রাজপথে নেমেছি। লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে।

তিনি বলেন, পুরাতন বন্দোবস্তের সাথে আমরা নেই। যারা পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন।

এর আগে পথসভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২৪-এর আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি, চাঁদাবাজি সন্ত্রাসী প্রতিহত করতে এখনো আমরা রাজপথে রয়েছি।

এনসিপির দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাতক্ষীরা থেকে বাগেরহাটে আসেন দলটির শীর্ষ নেতারা। শহরের রেলরোডে দ্বিতীয় সভা শেষে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার উদ্দেশে যাত্রা করবেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় ন গর ক প র ট এনস প আখত র হ স ন র দখল

এছাড়াও পড়ুন:

বন্দরে কিশোর গ্যাং’র হামলায় পিতা-পুত্র আহত 

বন্দরে কিশোর গ্যাং’র হামলায় রং মিস্ত্রী পিতা ও স্কুল ছাত্র পুত্র আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় আহত পিতা রাকেস চৌধুরী রাজু বাদী হয়ে গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হামলাকারি কিশোর গ্যাং এর হোতা গৌরব চন্দ্র দাস ও রাহুলের নাম উল্লেখ্য করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টায়  বন্দর থানার বাবুপাড়াস্থ বৃন্দাবন আখড়া সামনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর) হিন্দু ধর্মালম্বীদের কালি পূজার দশমী দিন ছিল। এ সুবাদে গত বৃহস্পতিবার রাতে পৌন ১২টায় বন্দর থানার বাবুপাড়া এলাকার রাকেস চৌধুরী রাজু মিয়ার ছেলে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ছাত্র বিবেক চৌধুরী রাতুল (১৪) তার পিতার নিকট থেকে ৫০০ টাকা নিয়ে দোকানে যায়।

ওই সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বখাটে গৌরব চন্দ্র দাস ও রাহুলসহ অজ্ঞাত নামা ৭/৮ জন কিশোর উল্লেখিত ছাত্রের কাছে  টাকা দেখতে পেয়ে বিবাদীগন স্কুল পড়ুয়া ছাত্রকে  কিলঘুষি ও কমড়ের বেল্ট দিয়ে বেদম ভাবে পিটিয়ে  নিলাফুলা জখম করে  টাকা ছিনিয়ে নিয়ে যায়।

লোক মারফতে খবর পেয়ে  স্কুল ছাত্রের পিতা রাকেস চৌধুরী রাজু ও তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উল্লেখিতরা বখাটেরা  ক্ষিপ্ত হয়ে   দেশীয় অস্ত্র সুইচ গিয়ার ও চাকু দিয়ে প্রকাশ্যে হামলাকারিরা রাকেস চৌধুরী রাজুকে হত্যার উদ্দেশ্য পেটের বাম দিকে ও বাম হাতে আঘাত করে রত্তাক্ত কাটা জখম করে।

পরে অজ্ঞাত বখাটেরা তার স্ত্রীকে শ্লীতাহানী করে ৬ আনা ওজনের গলার চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। 
 

সম্পর্কিত নিবন্ধ