সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মীর মৃত্যু আহত ২
Published: 26th, November 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্মকর্তাদের চরম গাফিলতির অভিযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নজরুল (৪৮) নামে এক বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই ঘটনায় আরও দু'জন বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন কর্মী আব্দুল করিম (৩৫) ও আব্দুল রাজ্জাক (৩৬)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিপিডিসির ঠিকাদার আব্দুর রহমানের তত্ত্বাবধানে ৯ জন বিদ্যুৎ কর্মী ও ডিপিডিসির লাইনম্যান আক্তার সোনামিয়া বাজার এলাকায় একটি ট্রান্সফরমার পরিবর্তনের কাজে যান।
কাজ শুরুর আগে, ডিপিডিসির লাইনম্যান আক্তার মুঠোফোনে ডিপিডিসির কন্ট্রোল রুমের মো: শাহআলম ও উজ্জ্বলকে লাইন বন্ধ করার নির্দেশনা দেন। এর কিছুক্ষণ পর, লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এমন ইঙ্গিত পেয়ে ঘটনাস্থলে উপস্থিত লাইনম্যান আক্তার টেকনিশিয়ান নজরুলকে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুঁটিতে ওঠার নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে নজরুল বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার পরিবর্তনের কাজ শুরু করলে হঠাৎ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ পেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির সাথে আটকে থাকেন। সহকর্মী নজরুলকে বাঁচাতে দ্রুত বিদ্যুৎ কর্মী আব্দুল করিম ও আব্দুল রাজ্জাক এগিয়ে গেলে, তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আটকে পড়া বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করেন।
ডিপিডিসি কর্মকর্তাদের গাফিলতি, এই নির্মম দুর্ঘটনার জন্য স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের স্পষ্ট অভিযোগ, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এমন একটি প্রাণহানি ঘটেছে।
তারা মনে করছেন, বিদ্যুৎ সংযোগ নিশ্চিতভাবে বন্ধ না করেই কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, আর এই মৃত্যুর জন্য সরাসরি ডিপিডিসি কর্মকর্তারা দায়ী।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী জানান, কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনই বলা সম্ভব নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দায়িত্বে থাকা কারও গাফিলতি ছিল কিনা, তা অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল নামে একজন মারা গেছেন এবং দু'জন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ব দ য ৎ কর ম স দ ধ রগঞ জ কর মকর ত র জন য নজর ল
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ কর্মীর মৃত্যু আহত ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্মকর্তাদের চরম গাফিলতির অভিযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নজরুল (৪৮) নামে এক বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই ঘটনায় আরও দু'জন বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন কর্মী আব্দুল করিম (৩৫) ও আব্দুল রাজ্জাক (৩৬)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিপিডিসির ঠিকাদার আব্দুর রহমানের তত্ত্বাবধানে ৯ জন বিদ্যুৎ কর্মী ও ডিপিডিসির লাইনম্যান আক্তার সোনামিয়া বাজার এলাকায় একটি ট্রান্সফরমার পরিবর্তনের কাজে যান।
কাজ শুরুর আগে, ডিপিডিসির লাইনম্যান আক্তার মুঠোফোনে ডিপিডিসির কন্ট্রোল রুমের মো: শাহআলম ও উজ্জ্বলকে লাইন বন্ধ করার নির্দেশনা দেন। এর কিছুক্ষণ পর, লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এমন ইঙ্গিত পেয়ে ঘটনাস্থলে উপস্থিত লাইনম্যান আক্তার টেকনিশিয়ান নজরুলকে ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুঁটিতে ওঠার নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে নজরুল বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার পরিবর্তনের কাজ শুরু করলে হঠাৎ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সংযোগ পেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির সাথে আটকে থাকেন। সহকর্মী নজরুলকে বাঁচাতে দ্রুত বিদ্যুৎ কর্মী আব্দুল করিম ও আব্দুল রাজ্জাক এগিয়ে গেলে, তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আটকে পড়া বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করেন।
ডিপিডিসি কর্মকর্তাদের গাফিলতি, এই নির্মম দুর্ঘটনার জন্য স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের স্পষ্ট অভিযোগ, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এমন একটি প্রাণহানি ঘটেছে।
তারা মনে করছেন, বিদ্যুৎ সংযোগ নিশ্চিতভাবে বন্ধ না করেই কাজ করার অনুমতি দেওয়া হয়েছে, আর এই মৃত্যুর জন্য সরাসরি ডিপিডিসি কর্মকর্তারা দায়ী।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী জানান, কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনই বলা সম্ভব নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দায়িত্বে থাকা কারও গাফিলতি ছিল কিনা, তা অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল নামে একজন মারা গেছেন এবং দু'জন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।