নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড ও ইউনিয়নের কর্মীসভা অ
Published: 12th, July 2025 GMT
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এই কর্সমীসভার আয়োজন করা হয়।
এসময়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মীসভার উদ্বোধন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভাকে সফল করতে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে কর্মীসভায় অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন ও সদস্য সচিব মাহবুব হাসান জুলহাসের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান এম.
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে ৮ ওয়ার্ড ও ২টি ইউনিয়নের কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ সদর থ ন সদস য
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে শহরের ডিআইটি এলাকায় ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। শুক্রবার বাদ জুমা ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ। এতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। এ সময় তারা সিরাজুল মামুনের পক্ষে লিফলেট বিতরণ করেন।
খন্দকার হাফেজ আওলাদ বলেন- এবিএম সিরাজুল মামুন একজন সৎ, সাহসী ও যোগ্য নেতা। তিনি এমপি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনের বহুমুখী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এলাকার মাদক নির্মূল, সন্ত্রাস দমন, বেকারত্ব হ্রাস এবং অবকাঠামোগত উন্নয়নে সিরাজুল মামুনের মতো নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে সাথে নিয়ে সিরাজুল মামুনের বিজয় সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। এই গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণার গতি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, মহানগর সহ-সভাপতি মুহাম্মদ সালাহউদ্দিন, খেলাফত মজলিসের সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, নির্বাহী সদস্য- মাওলানা সুলতান মুহাম্মদ বশীর, হাজী শরীফ রিপন, কুমুদিনী সভাপতি পীর মোহাম্মদ বাপ্পি, ১৭ নং ওয়ার্ড সভাপতি নাসির খান, ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান রানা, আকবর হোসাইন রিপন প্রমুখ।