গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজ, মুক্তিপণ দাবি, পুকুরে মিলল একজনের লাশ
Published: 12th, July 2025 GMT
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাশাপাশি গ্রামের দুই প্রবাসীর দুই শিশুসন্তান প্রায় একই সময়ে নিখোঁজ হয়। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে নিখোঁজের পর শনিবার উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের অভিযোগ, হত্যার পর লাশটি পুকুরে ফেলা হয়েছে। রাত ১০টায় এই রিপোর্ট লেখ পর্যন্ত সময়ে অন্য শিশুর খোঁজ মেলেনি। মৃত শিশুটির নাম সিফাত (১১)। সে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নুরুল ইসলামের ছেলে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিখোঁজ আরেক শিশুর নাম সাদাব হোসেন (৫)। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামে সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। সে মায়ের সঙ্গে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত। সেখান থেকেই শিশুটি নিখোঁজ হয়।
আরো পড়ুন:
মাহবুবুর হত্যা: ৭ কারণ সামনে রেখে তদন্তে পুলিশ
কক্সবাজারে ইউপি সদস্য খুন: ১৪ জনের বিরুদ্ধে মামলা
স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত ও সাদাবের বাড়ির মধ্যে দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। শুক্রবার দুপুরে উপজেলার চরশাঁখচূড়া থেকে নিখোঁজ হয় সিফাত। একই সময়ে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি সাদাব। নিখোঁজের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাদাবের স্বজনেরা জানান, নিখোঁজের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। পরে রাতে দুই দফা একটি নম্বর থেকে কল দিয়ে সাদাবকে ফেরত দেবে বলে ২৮ হাজার টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এরপর থেকে ওই নম্বর বন্ধ রয়েছে।
সিফাতের মা সাবিনা খাতুন অভিযোগ করেন, একই এলাকার আরমান হোসেন (২৪) নামের এক ছেলে তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত বুধবার রাতে বাড়িতে গিয়ে তার মেয়েকে হুমকি-ধমকিও দেন আরমান। সিফাত নিখোঁজের পর থেকে আরমান পলাতক রয়েছেন বলে জানান তিনি।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা.
তিনি আরো বলেন, ‘‘অপরদিকে, সাদাবের স্বজনদের ফোন করে টাকা নেওয়া নম্বরটির লোকেশন ট্র্যাক করা হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। সাদাবকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।’’
ঢাকা/মিলন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ উপজ ল র
এছাড়াও পড়ুন:
সুপারম্যান ট্রাম্প
জেমস গানের বহুল প্রতীক্ষিত সুপারম্যান ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কয়েক ঘন্টা পরে শুক্রবার হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপারম্যান হিসেবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই ছবি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।
অফিসিয়াল হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ছবিটিতে সুপারম্যানের পোশাকে ভারী পেশীবহুল ট্রাম্পকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘আশার প্রতীক। সত্য। ন্যায়বিচার। আমেরিকান পথ। সুপারম্যান ট্রাম্প।’
একজন ব্যবহারকারী লিখেছেন, “সুপারম্যান ট্রাম্প পাগল। সুপারম্যান ক্রিপ্টন থেকে এসেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেন এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। ট্রাম্প কর জালিয়াতি করেন, অভ্যুত্থানকে উস্কে দেন এবং সৎ শব্দটি বানান করতে পারেন না। আপনি লেক্স লুথরকে ক্লার্ক কেন্ট ভেবে ভুল করেছেন।”
আরেকজন লিখেছেন, “সুপারম্যান ছিলেন একজন অবৈধ অভিবাসী যিনি খামারে বেড়ে উঠেছিলেন।”
আরেক ব্যবহারকারী লিখেছেন, “সত্য? এপস্টাইনের তালিকা কোথায়? ন্যায়বিচার? এপস্টাইনের শিকারদের জন্য ন্যায়বিচার কোথায়?”
ঢাকা/শাহেদ