ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাশাপাশি গ্রামের দুই প্রবাসীর দুই শিশুসন্তান প্রায় একই সময়ে নিখোঁজ হয়। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে নিখোঁজের পর শনিবার উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের অভিযোগ, হত্যার পর লাশটি পুকুরে ফেলা হয়েছে। রাত ১০টায় এই রিপোর্ট লেখ পর্যন্ত সময়ে অন্য শিশুর খোঁজ মেলেনি। মৃত শিশুটির নাম সিফাত (১১)। সে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদিপ্রবাসী নুরুল ইসলামের ছেলে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিখোঁজ আরেক শিশুর নাম সাদাব হোসেন (৫)। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামে সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। সে মায়ের সঙ্গে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত। সেখান থেকেই শিশুটি নিখোঁজ হয়।

আরো পড়ুন:

মাহবুবুর হত্যা: ৭ কারণ সামনে রেখে তদন্তে পুলিশ

কক্সবাজারে ইউপি সদস্য খুন: ১৪ জনের বিরুদ্ধে মামলা

স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত ও সাদাবের বাড়ির মধ্যে দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। শুক্রবার দুপুরে উপজেলার চরশাঁখচূড়া থেকে নিখোঁজ হয় সিফাত। একই সময়ে বাসা থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি সাদাব। নিখোঁজের ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সাদাবের স্বজনেরা জানান, নিখোঁজের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। পরে রাতে দুই দফা একটি নম্বর থেকে কল দিয়ে সাদাবকে ফেরত দেবে বলে ২৮ হাজার টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এরপর থেকে ওই নম্বর বন্ধ রয়েছে।

সিফাতের মা সাবিনা খাতুন অভিযোগ করেন, একই এলাকার আরমান হোসেন (২৪) নামের এক ছেলে তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত বুধবার রাতে বাড়িতে গিয়ে তার মেয়েকে হুমকি-ধমকিও দেন আরমান। সিফাত নিখোঁজের পর থেকে আরমান পলাতক রয়েছেন বলে জানান তিনি।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা.

ফেরদৌস আলম বলেন, ‘‘সিফাত নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন স্বজনেরা। তবে, কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। শনিবার সকালে সিফাতের মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শিশুটির ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

তিনি আরো বলেন, ‘‘অপরদিকে, সাদাবের স্বজনদের ফোন করে টাকা নেওয়া নম্বরটির লোকেশন ট্র্যাক করা হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। সাদাবকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।’’

ঢাকা/মিলন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ উপজ ল র

এছাড়াও পড়ুন:

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।

সম্পর্কিত নিবন্ধ

  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১
  • চলন্ত গাড়ির নিচে পড়েও অক্ষত অবস্থায় ফিরল ৩ বছরের শিশুটি
  • মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন