ইগা সিওনতেকের ট্রফি কেসে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি ছিল। সেখানে অবশ্য ভেনাস রোজওয়াটার নামের ডিশটা ছিল না। থাকবেই বা কীভাবে, পোলিশ তারকা তো এবারের আগে উইম্বলডনের ফাইনালেই উঠতে পারেনি। সেই সিওনতেক আজ ইতিহাস গড়েই প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন।

অবিশ্বাস্য এক এততরফা ম্যাচে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে প্রথম ভেনাস রোজওয়াটার ডিশ জিতলেন সিওনতেক। মাত্র ৫৭  মিনিটেই ইতিহাসের মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন অষ্টম বাছাই সিওনতেক।

এর আগে ১৯১১ সালে উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। এরপর ১৯৮৮ সালে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জেতেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। ৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লেখালেন সিওনতেক।
বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইম বলডন র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

১ নম্বর সাবালেঙ্কাকে বিদায় করে প্রথমবার ফাইনালে আনিসিমোভা

উইম্বলডনে আরিনা সাবালেঙ্কার রেকর্ড খুব একটা ভালো নয়। ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান দুবার অস্ট্রেলিয়ান ওপেন ও একবার ইউএস ওপেন জিতেছেন। সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও খেলেছেন। কিন্তু উইম্বলডনে কখনো সেমিফাইনালের বাধা টপকাতে পারেননি।

তবে এবার সাবালেঙ্কা লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নেমেছিলেন মেয়েদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড় ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে। তাই তাঁর কাছে এবার বড় কিছুরই প্রত্যাশা ছিল।

হতাশা নিয়ে কোর্ট ছাড়ছেন সাবালেঙ্কা

সম্পর্কিত নিবন্ধ

  • উইম্বলডনের নতুন রানি শিয়নটেক
  • উইম্বলডনের নতুন রানি শিয়াটেক
  • টানা তৃতীয় উইম্বলডনের ফাইনালে আলকারাজ
  • উইম্বলডনে ছেলেদের ট্রফিতে কেন আনারস
  • আজ টিভিতে যা দেখবেন (১১ জুলাই ২০২৫)
  • ১ নম্বর সাবালেঙ্কাকে বিদায় করে প্রথমবার ফাইনালে আনিসিমোভা