ভারতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক
Published: 13th, July 2025 GMT
প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তার সাথে পরিচয় হয় ভারতীয় যুবকের, পরে প্রেম।
পরবর্তীতে প্রেমিকা চলে যান তার নিজ দেশে। কিন্তু প্রেমিকার অনুপস্থিতে কিছুতেই কাজে মন বসাতে পারছিলেন না প্রেমিক দত্ত যাদব। তিনি চাইছিলেন প্রেমিকা যেন তার কাছাকাছি থাকে। অবশেষে বাংলাদেশি প্রেমিকাকে ভারতে আনতে উদ্যোগ নেন কর্ণাটকের বাসিন্দা দত্ত যাদব। চলতি সপ্তাহে ত্রিপুরা রাজ্য দিয়ে ভারতে আসেন প্রেমিকা। সেখান থেকে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। অভিযোগ প্রেমিকাকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেন যাদব।
গোপন তথ্যের ভিত্তিতে তাদের উভয়কেই ত্রিপুরার সিপাহীজলার কামথানা থেকে আটক করে বিএসএফ। পরে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত শুক্রবার তাদের স্থানীয় আদালতে তোলা হয় এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আরো পড়ুন:
লর্ডসে নাটকীয় সমতা: ইংল্যান্ডের জবাবে হুবহু ৩৮৭ রানে থামল ভারত
ভারতে ডিজেলবোঝাই মালবাহী ট্রেনে ভয়াবহ আগুন
জানা গেছে, বাংলাদেশের বগুড়ার বাসিন্দা ওই নারী একসময় মুম্বাইয়ের বিউটি পার্লারে কাজ করতেন। পরে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ নেন তিনি। বেঙ্গালুরুতে থাকাকালীন সময়ে ওই বাংলাদেশি নারী সাথে পরিচয় হয় ভারতীয় নাগরিক দত্ত যাদবের, যার বাড়ি কর্ণাটকের বিদারী জেলায়। যাদবের আমন্ত্রণেই পরে ওই বাংলাদেশি নারী ফের ভারতে আসেন। যদিও অভিযোগ, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই তিনি ভারতে প্রবেশ করেন। আর তাকে বেঙ্গালুরু নিয়ে যেতে কর্ণাটক থেকে ত্রিপুরা চলে আসেন দত্ত যাদব। কিন্তু বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়ার আগেই তাদের উভয়কে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তদের ভারতীয় পাসপোর্ট আইন এবং ১৪ ফরেনারস অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার অধীন বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ত্রিপুরা রাজ্য পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, “ওই বাংলাদেশি নারীকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে কোন দালাল সহায়তা করেছিল আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। এই ঘটনাটি মানব পাচারের সাথে সম্পর্কিত কিনা সেটিও ক্ষতি দেখা হচ্ছে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তবে পরবর্তীতে এই দুজনকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।”
ঢাকা/সুচরিতা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং করেন এই অভিনেত্রী। প্রথম সন্তানের মা হয়েছেন তা-ও কেটে গেছে আরো পাঁচ মাস। মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন এই অভিনেত্রী। আর তার আবেদনময়ী উপস্থিতিতে ঘুম উড়েছে তার ভক্ত-অনুরাগীদের।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারার তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে লিখেন—“পরবর্তী অধ্যায় আরো আগুন হবে। কাজটা করেই ফেলি।” তারপর থেকে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আভাস বাস্তবে রূপ নেয়। মুম্বাইয়ের একটি শুটিং সেটে আবেদনময়ী রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
আরো পড়ুন:
ধুরন্ধর ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
নেহার নাচকে কেন ‘অশ্লীল’ বলছেন নেটিজেনরা?
এ ভিডিওতে দেখা যায়, মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরেছেন কিয়ারা। তার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। অভিনেত্রীর এমন লুকই এখন আলোচনার বিষয়ে রূপ নিয়েছে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
একজন লেখেন, “সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।” আরেকজন লেখেন, “সে এখন আরো বেশি আবেদনময়ী।” অক্ষয় লেখেন, “দেখতে চমৎকার লাগছে।” নীতেশ লেখেন, “বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে।” শালিনি লেখেন, “উফফফ, এত সুন্দর মামি!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
তবে কোনো সিনেমার শুটিং দিয়ে নিজ ভুবনে ফিরেননি কিয়ারা আদভানি। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী।
কিয়ারা আদভানি ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্ড়ে ঘর বেঁধেছেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা।
ঢাকা/শান্ত