কাভার্ড ভ্যানটি ছিল গ্যাস সিলিন্ডারে ভর্তি। গাড়ির ভেতরে সারি করে সাজানো ছিল গ্যাসের সিলিন্ডার। তবে চলার পথে হঠাৎ করে সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস বের হতে শুরু করে। আতঙ্কিত কাভার্ড ভ্যানের চালক রাস্তার ওপর গাড়ি থামিয়ে বের হয়ে আসেন। খবর দেন ফায়ার সার্ভিসে। এর মধ্যে বিস্ফোরণের শঙ্কায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকার বায়েজিদ বোস্তামী সড়কে। প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সিলিন্ডার নিয়ে কাভার্ড ভ্যানটি নগরের পলিটেকনিক মোড় থেকে দুই নম্বর গেটের দিকে যাচ্ছিল।

লিক হওয়া সিলিন্ডার নিষ্ক্রিয় করতে যোগ দেয় ফায়ার সার্ভিস। আজ দুপুরে।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।

গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।

খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ