এ সিদ্ধান্তের জন্য ইমরান হাশমি কখনো আফসোস করেননি
Published: 22nd, July 2025 GMT
মোহিত সুরির ‘আশিকি ২’ রাতারাতি তারকা বানিয়েছিল আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। ছবির জুটিকে ঘিরে তৈরি হয়েছিল প্রচণ্ড উন্মাদনা, যা দুজনের ক্যারিয়ারে বড় গতি এনেছিল। তবে জানেন কি, রাহুল জয়কারের চরিত্রের জন্য আদিত্য নয়, মোহিত সুরির প্রথম পছন্দ ছিলেন ইমরান হাশমি! এক সাক্ষাৎকারে এ বলিউড অভিনেতা জানিয়েছিলেন, কেন তিনি এ প্রস্তাব ফেরান।
মোহিত সুরি পরিচালিত নতুন ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে ঝড় তুলেছে। নবাগত আহান পান্ডে ও অনীত পড্ডাকে নিয়ে তৈরি এই ছবি অনেককে মনে করিয়ে দিচ্ছে সেই ‘আশিকি ২’-এর কথা। তখন যেমন আদিত্য-শ্রদ্ধা, এবার তেমনি আলোচনায় আহান-অনীত। এই প্রেক্ষাপটেই নতুন করে উঠে এসেছে ইমরান হাশমির সেই পুরোনো সিদ্ধান্তের কথা।
ইউটিউব চ্যানেল লাল্লনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছিলেন, প্রস্তাব পেলেও তাঁর মনে হয়েছিল ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন মুখই দরকার। ইমরান হাশমি বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজিতে এমন অভিনেতাদের নিতে হবে, যাঁদের সম্পর্কে দর্শকের মধ্যে আগে থেকে কোনো ধারণা নেই। “আশিকি ২” চলেছে, কারণ আদিত্য-শ্রদ্ধার পরিচিতি তখনো তৈরি হয়নি। আমার তো তখন একটা নির্দিষ্ট ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। তাই নিজেই না বলেছিলাম।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দরজার ক্যামেরায় ‘এলিয়েন’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারীর বাড়ির দরজায় লাগানো ক্যামেরায় (ডোরবেল ক্যামেরা) ধরা পড়েছে এক ‘রহস্যময়’ অবয়ব, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে নানা জল্পনা।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার কম্পটন এলাকায়। স্থানীয় বাসিন্দা জেসিকা ওর্তিজ তাঁর বাড়ির বাইরের দিকের দরজায় লাগানো ক্যামেরায় ধারণ করা ভিডিওর একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে দেখা যায়, রাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অস্বাভাবিক আকৃতির একটি ছায়ামূর্তি।
ভিডিও দেখে তাঁর ছেলে তাঁরই মতো হতভম্ব হয়ে গেছে বলে উল্লেখ করেন এই নারী। সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেসকে ওর্তিজ বলেন, ‘আমার ছেলে বিছানা থেকে উঠে পরপর তিনবার ভিডিওটা চালায়। শেষবার দেখে বলে ওঠে, “মা, এটা একটা এলিয়েন। পুলিশে ফোন করো।”’ জবাবে তিনি বলেন, ‘এলিয়েনের জন্য পুলিশ ডাকব? লোকে তো আমাকে পাগল ভাববে!’
ইনস্টাগ্রামে ভিডিওটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওর নিচে মন্তব্যের ঘরে কেউ কেউ বলেছেন, এটি এলিয়েন বা অন্য কোনো রহস্যময় প্রাণী হতে পারে। কেউ আবার এমন ধারণাও প্রকাশ করেছেন, এটি হয়তো কোনো মানুষ, যাঁর মাথায় টুপি ছিল বা তিনি হালকা রঙের ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছিলেন। দূর থেকে ক্যামেরায় তা এলিয়েনসদৃশ ছায়া তৈরি করেছে।
তবে এ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি যে এই ছায়ামূর্তির প্রকৃত উৎস কী। এখনো ভিডিওর রহস্যময় অবয়বের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। ওর্তিজ বলেন, ‘আমার ধারণা, এটা এলিয়েনই। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা এতটাই সৃজনশীল যে শুধু আমাদের দিয়েই জীবন সৃষ্টি থেমে যেতে পারে না।’
পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস আছে। কেউ কেউ বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে। তারা মাঝেমধ্যে পৃথিবীতে আসে। তাদের এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী বলা হয়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই এলিয়েন দেখতে পাওয়ার দাবি করা হয়েছে। তবে বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।