বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এবার গণভোটের আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ববির গ্রাউন্ড ফ্লোরে তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। গণভোটে ববি ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অধিকাংশ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ছাত্র সংসদ নির্বাচনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এই কর্মসূচি বলে জানিয়েছে ছাত্র কাউন্সিলের ববি সংগঠক আবদুর রহমান।

আরো পড়ুন:

পছন্দের মাছ-মাংস খাওয়া হলো না তানবীরের

‘আমরা ওকে কবরে রেখে এসেছি’

আবদুর রহমান বলেন, “ববি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাই শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ববি প্রশাসনের নিরব ভূমিকার কারণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব বিরাজ করছে। এই অবস্থার মধ্যে শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোট হচ্ছে।”

ববির বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, “শিক্ষার্থীদের সব অধিকার আদায় করতে ঐক্যবদ্ধতা দরকার। এজন্য ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার সাহস পাবে। তাই ববি প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা।”

ঢাকা/পলাশ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল গণভ ট

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ