উত্তরায় বিমান বিধ্বস্ত: বন্ধ ছিল স্টার সিনেপ্লেক্সসহ সব হল
Published: 22nd, July 2025 GMT
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মানুষের প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দিনভর শোকের ছায়া ছিল সারা দেশে।
গতকালই অন্তর্বর্তী সরকার আজকের দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একইভাবে দেশের সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবেই মঙ্গলবার বন্ধ ছিল দেশের সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্স।
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় দুই শতাধিক।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত পুরো জাতি। বিনোদন অঙ্গনও ছিল শোকাচ্ছন্ন। চলচ্চিত্র প্রদর্শক সমিতির ডাকে আজ মঙ্গলবার দেশের সব সিনেমা হলের প্রদর্শনী বন্ধ রাখা হয়।
সমিতির পক্ষ থেকে সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশের অংশ হিসেবে ২২ জুলাই সারা দেশের সব সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শনী বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
এ আহ্বানে সাড়া দিয়ে দেশের বড় সিনেমা চেইনগুলোও কার্যক্রম বন্ধ রাখে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জাতীয় শোকের অংশ হিসেবে স্টার সিনেপ্লেক্স আজ (মঙ্গলবার) সব শাখায় প্রদর্শনী ও কার্যক্রম বন্ধ রেখেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, বেইলি রোড, মিরপুরসহ অন্য প্রেক্ষাগৃহগুলোতেও তালা ঝুলছিল। সিনেমাপ্রেমীরাও এ সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন। বার্তা দিয়েছেন এ অঙ্গনের তারকারা।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে সব শাখায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সিনেমা প্রদর্শন আবার শুরু হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ শ র সব স বন ধ র খ র ঘটন য় সরক র
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল