নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় মহিদুল শেখ (২৪) নামের এক ড্রেজার শ্রমিক মারা গেছেন।

 নিহত ব্যক্তি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখ এর ছেলে। তিনি বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন। মঙ্গলবার (২২জুলাই) রাত ৮ টার দিকে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মহিদুল শেখ বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজারে কর্মচারী ছিলেন। কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার সময় বস্তল এলাকায় তাকে চাপা দেয়।

এই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় তালতলা এলাকায় গাড়িটি আটক হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ গাড়িটি জব্দ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন স ন রগ ও ন র য়ণগঞ জ এল ক য

এছাড়াও পড়ুন:

ইসলামী আন্দোলন ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে রবিবার (২ নভেম্বর) বাদ মাগরিব ওয়ার্ড কার্যালয়ে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি নগর সংখ্যালঘু সম্পাদক আবুল হাসেম, নগর সহ-অর্থ সম্পাদক মুহা. আ. হক প্রমুখ নেতৃবৃন্দ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম বাবু, সমন্বয়ক মাও. মাসুদুল করীমকে মনোনীত করা হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী দিনে দেশের কান্ডারীদেরকে ক্ষমতায় বসাবে জনগণ। যারা দেশ ও দশের কথা চিন্তা করে রাজনীতি করে। যারা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ী বানায় না। দেশের সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগায় তাদেরকে দেখতে চায় আগামীর রাষ্ট্রনায়ক। তারােই হবে দেশবান্ধব রাষ্ট্রপ্রধান।

সম্পর্কিত নিবন্ধ