রূপকথার গল্প লিখে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে ইংল্যান্ড
Published: 23rd, July 2025 GMT
অবিশ্বাস্য!
মেয়েদের ইউরোর প্রথম সেমিফাইনালে গতকাল রাতে যা হয়েছে, তা অবিশ্বাস্যই বটে। সুইজারল্যান্ডের জেনেভায় বারবারা বোনেনসার করা গোলে যোগ করা সময়ের ৫ মিনিট পর্যন্তও এগিয়ে ছিল ইতালি। তখন মনে হচ্ছিল, ইংল্যান্ডের টানা দ্বিতীয়বার ইউরোপ জয়ের স্বপ্ন বোধহয় আর পূরণ হওয়ার নয়। কিন্তু এরপরই ভোজবাজির মতো বদলে যায় সব।
যোগ করা সময়ের ৬ মিনিটে গোল করেন বদলি মিশেল আগিয়েমাং। শেষ মুহূর্তের এই গোলেই সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ইংল্যান্ড। এরপর অতিরিক্ত সময়েও দেখা মেলে চমকের। ম্যাচটা যখন টাইব্রেকারে যাওয়ার অপেক্ষায়, তখনই ম্যাচের ১১৯ মিনিটে আরেক বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোল হৃদয় ভাঙে ইতালির। ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয় ইতালিয়ানদের।
অন্য দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। বাসেলে আগামী রোববার জিতলেই টানা দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপাও নিশ্চিত করবে তারা। ফাইনালে ইংলিশ মেয়েদের প্রতিপক্ষ জার্মানি অথবা স্পেন। জুরিখে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি–স্পেন।
আরও পড়ুনইয়ামালের ১০ নম্বর জার্সি বাজারে আসার ২৪ ঘণ্টাতেই ১ কোটি ইউরো বিক্রি১৮ জুলাই ২০২৫এবারের ইউরোতে এটাই ইংল্যান্ডের প্রথম ঘুরে দাঁড়ানোর ঘটনা নয়। জুরিখে সুইডেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও ২৫ মিনিটের মধ্যে ২–০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে জেতে ৩–২ গোলে।
ইংল্যান্ডের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট