রিজেন্ট টেক্সটাইলকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা
Published: 23rd, July 2025 GMT
লিগ্যাছি ফ্যাশন লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা আইপিও ফান্ডের অর্থ ফেরত আনার জন্য রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ দিনের মধ্যে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজন পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
ভ্যানগার্ড অ্যাসেটকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশসহ বিজিআইসিকে জরিমানা
কারণ ছাড়াই বাড়ছে সমতা লেদারের শেয়ারের দাম
এর আগে, গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিও ফান্ডের ৮০.