ড্যাফোডিলের ঋণ ইক্যুইটিতে রূপান্তরের আবেদন বাতিল
Published: 23rd, July 2025 GMT
পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ঋণকে শেয়ারে রূপান্তরের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরো পড়ুন:
দুয়ার সার্ভিসেসের কিউআইও’র সম্মতিপত্র বাতিল
অর্ধবার্ষিকে ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ৫৩.
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ড্যাফোডিল কম্পিউটার্স তার সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি থেকে নেয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন কমিশন কর্তৃক নামঞ্জুর করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের অবৈধ শেয়ার ইস্যু করার বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ লক্ষ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে শর্তসাপেক্ষে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। তদন্ত কমিটির সদস্যরা ছিলেন, বিএসইসির অতিরিক্ত পরিচালক ওহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক রেজাউন নূর মেহেদী। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন অনুযায়ী কমিশন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ঋণকে শেয়ারে রূপান্তরের আবেদন বাতিল করেছে।
চলতি বছরের ১ জুলাই রাইজিবিডিডটকম ‘ড্যাফোডিল কম্পিউটার্সের অবৈধ শেয়ার ইস্যু, তদন্ত করবে বিএসইসি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।
ঢাকা/এনটি/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসইস র তদন ত
এছাড়াও পড়ুন:
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি