কারাগার থেকে বেরিয়ে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন নুসরাত ফারিয়া। কাজ থেকেও আপাতত আছেন দূরে। বিশ্রামের এ সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ছবি শেয়ার করে। আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিয়া। যেখানে বিষণ্নতা ও অনলাইন ট্রায়ালের নির্মমতা তুলে ধরেছেন তিনি।

বিষণ্নতা নিয়ে ফারিয়া লিখেছেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’
ফারিয়া আরও লিখেছেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রত্যেক মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’
অনলাইন ট্রায়াল নিয়ে ফারিয়া লিখেছেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

আরও পড়ুনজীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি দুইটা দিন: নুসরাত ফারিয়া২০ মে ২০২৫নুসরাত ফারিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ