কারাগার থেকে বেরিয়ে ডাক্তারের পরামর্শে বিশ্রামে আছেন নুসরাত ফারিয়া। কাজ থেকেও আপাতত আছেন দূরে। বিশ্রামের এ সময় কাটছে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ছবি শেয়ার করে। আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিয়া। যেখানে বিষণ্নতা ও অনলাইন ট্রায়ালের নির্মমতা তুলে ধরেছেন তিনি।

বিষণ্নতা নিয়ে ফারিয়া লিখেছেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু নয়। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’
ফারিয়া আরও লিখেছেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—যখন প্রত্যেক মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’
অনলাইন ট্রায়াল নিয়ে ফারিয়া লিখেছেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

আরও পড়ুনজীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি দুইটা দিন: নুসরাত ফারিয়া২০ মে ২০২৫নুসরাত ফারিয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ