টানা সাত দিন ২৪ ঘণ্টা কাজ করে যাওয়া কোনো মানুষের পক্ষে তো সম্ভবই নয়, এমনকি যন্ত্রের পক্ষেও অসম্ভব। আমাদের এই ধারণা সম্ভবত এবার বদলানোর সময় হয়েছে। চীন এমন একটি রোবট তৈরি করেছে, যেটি কিনা ২৪ ঘণ্টাই কাজ করতে পারবে। প্রয়োজনে নিজের ব্যাটারি নিজেই বদল করে নিতে পারবে।

চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস এমন একটি রোবট তৈরি করেছে। ‘ওয়াকার এস২’ নামের মানবাকৃতির এই রোবট স্বয়ংক্রিয়ভাবে নিজের ব্যাটারি নিজেই বদলাতে সক্ষম বলে দাবি তাদের। প্রতিষ্ঠানটি বলছে, মাঝখানে মানুষের হস্তক্ষেপ ছাড়াই এই রোবট টানা সাত দিন ২৪ ঘণ্টা কাজ চালিয়ে যেতে পারবে।

‘ওয়াকার এস২’–এর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ৪৩ কেজির কাছাকাছি। এটিতে ডুয়েল ব্যাটারি সিস্টেমে ৪৮ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রোবটটি কোনো ধরনের রিচার্জ করা ছাড়াই দুই ঘণ্টা হাঁটতে কিংবা চার ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারে। ব্যাটারির চার্জ হতে সময় লাগে প্রায় ৯০ মিনিট।

ইউবিটেকের যাত্রা শুরু হয় ২০১২ সালে। একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান হিসেবে ইউবিটেক ২০২৩ সালের ২৯ ডিসেম্বর হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

প্রযুক্তিপ্রতিষ্ঠানটি তাদের তৈরি রোবটের একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের তৈরি রোবটটি শিল্প স্থাপনায় হেঁটে হেঁটে কাজ করছে, নিজের ব্যাটারি পরিবর্তন করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াকার এস২ এমনভাবে তৈরি যে এটি গ্রাহকদের সঙ্গে কথা বলতে বা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। যেমন কারখানায় নজরদারি, তথ্য দেওয়া কিংবা হালকা শারীরিক পরিশ্রমের কাজ করা।

প্রযুক্তিপ্রতিষ্ঠানটির দাবি, তারাই প্রথম চীনে বাণিজ্যিকভাবে দুই পায়ের হিউম্যানয়েড রোবট তৈরি করেছে। তারা আরও বলেছে, তাদের লক্ষ্য, প্রতিটি পরিবারে বুদ্ধিমান রোবট পৌঁছে দিয়ে দৈনন্দিন জীবনকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করে তোলা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ কর

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ