ফ্যাশন ও ঐতিহ্যের সম্মিলন ঘটাতে আবারো আলোচনায় রাজস্থান ব্র্যান্ড। শিগগির রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করতে যাচ্ছে তাদের ২০তম শাখা। এ উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয় এক জমকালো ফটোশুটের, যেখানে অংশ নিয়েছেন শোবিজের একঝাঁক পরিচিত মুখ। 

চিত্রনায়ক জয় চৌধুরী ও মডেল-অভিনেত্রী জেরিনকে বর ও কনের সাজে তুলে ধরা হয় এই শুটে। বর্ণিল পোশাক, আলোকিত সেট ও বিয়ের আবহে শুটিং হয়। 

এই আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন গৌতম সাহা। নির্দেশনায় ছিলেন বুলবুল আহমেদ। ক্যামেরায় ছিলেন নাঈম আহমেদ ও মৃধা হাসিব। 

আরো পড়ুন:

শুটিং সেটে আহত সুনেরাহ

জাতি উপদেষ্টাদের কাছেও দায়িত্বশীলতা আশা করে, খোলা চিঠিতে আরশ

ফটোশুটে আরো অংশ নেন জনপ্রিয় তরুণ মডেল ও অভিনেতা ইমরান খান, শেখ রাতুল রহমান, সাকিব, মৃদুল, আয়ান সাহা ও ইভান ফারহান। 

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, “রাজস্থান সবসময়েই দেশীয় ঐতিহ্য ও রুচিশীল ডিজাইনের সঙ্গে আপসহীন। এই ফটোশুটেও আমরা চেষ্টা করেছি বিয়ের আবহে রাজকীয় এক ফ্যাশন তুলে ধরতে। প্রত্যেক তারকা খুব আন্তরিকভাবে অংশ নিয়েছেন। দর্শকদের চোখেও নতুন এক অভিজ্ঞতা হবে বলে আশা করছি।” 

ধানমন্ডিতে আসছে রাজস্থানের ২০তম শাখা। রাজস্থান কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যজগতের তারকারা।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ