দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিন সংস্করণেই সমান দাপট দেখানো ডি ভিলিয়ার্স অপ্রথাগত ব্যাটিং করে চমকে দিতেন প্রতিপক্ষ বোলারদের। উইকেটের চারপাশে অবিশ্বাস্য সব শট খেলার জন্য ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যানের তকমাও জুড়েছে তাঁর নামে।

১১৪ টেস্টে ৮ হাজার ৭৬৫ রান, ২২৮ ওয়ানডেতে ৯ হাজার ৫৭৭ রান আর ৭৮ টি-টোয়েন্টিতে ১ হাজার ৬৭২ রান করা সেই ডি ভিলিয়ার্স এখন নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দলকে। দলটি খেলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে।

ইংল্যান্ডে ছয় দলের এই টুর্নামেন্টে খেলার ফাঁকেই ডি ভিলিয়ার্স বেছে নিয়েছেন সর্বকালের বিশ্ব একাদশ। উপস্থাপক শেফালি বাগ্গার প্রশ্নের জবাবে নিজের পছন্দের কথা জানিয়েছেন ডি ভিলিয়ার্স।

মূলত নিজের সময়ের খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার। বুধবার উপস্থাপক বাগ্গা নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সেই ভিডিও। ডি ভিলিয়ার্সের একাদশে নেই শচীন টেন্ডুলকার বা ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা।

ডি ভিলিয়ার্সের স্বপ্নের একাদশের ওপেনিংয়ে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। ওয়ানডাউনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে বেছে নিয়েছেন ডি ভিলিয়ার্স।

মিডল অর্ডারে এই সময়ের তিন মহাতারকা—বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেইন উইলিয়ামসন। ৭ নম্বরে ভারতের মহেন্দ্র সিং ধোনি, উইকেটকিপারের দায়িত্বটাও পালন করবেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

পেস বোলার হিসেবে ডি ভিলিয়ার্স বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও পাকিস্তানের মোহাম্মদ আসিফকে। স্পিন আক্রমণে কিংবদন্তি শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন।

এই দলে কোনো অলরাউন্ডার রাখেননি ডি ভিলিয়ার্স। ১২তম খেলোয়াড় হিসেবে রেখেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে।

এবি ডি ভিলিয়ার্সের বিশ্ব একাদশ

গ্রায়েম স্মিথ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন, এম এস ধোনি (উইকেটকিপার), মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।
১২তম খেলোয়াড়: গ্লেন ম্যাকগ্রা

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ