জ্বলে উঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), ছড়িয়ে পড়েছিল সারা দেশে ছাত্র-জনতার দ্রোহের স্ফুলিঙ্গ। সেই ঐতিহাসিক উদ্দীপনাকে চিরস্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপন করা হয়েছে ‘জুলাই-২৪ কর্নার’।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় এ কর্নার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.
উদ্বোধনকালে উপাচার্য বলেন, “জুলাই-২৪ শুধু একটি মাস নয়, এটি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি, আমাদের সময়ের সত্য ভাষণের এক সাহসী উচ্চারণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুলাই-২৪-এ যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, রক্ত দিয়ে লিখেছিল প্রতিরোধের ইতিহাস।”
আরো পড়ুন:
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি
খুবির ২২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
তিনি আরো বলেন, “এই কর্নার হবে সেই গণআন্দোলনের স্মারক যেখানে প্রজন্ম জানতে পারবে, কিভাবে ফ্যাসিবাদের দোসর, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক শক্তিমান ছাত্রসমাজ। এই প্রজন্মের দায়িত্ব, সেই চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া।”
এতে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ হাবিবুল ইসলাম।
জুলাই-২৪ কর্নারে ঐতিহাসিক ছবি, পোস্টার, বিবৃতি ও আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিলসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় সমাজকে গণতান্ত্রিক চেতনার চর্চায় উৎসাহিত করবে।
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য জ ল ই ২৪ কর ন র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট