সরকার ইচ্ছা করলে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অনেক আগেই গ্রেপ্তার করতে পারত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেছেন, ‘এখন খায়রুল হকের বিচার কীভাবে হয়, সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। সরকারপ্রধানকে বলব, অনতিবিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমনভাবে করবেন, যেন মানুষ বুঝতে পারে—এ দেশে অবিচার করলে, বিচার বিভাগকে ধ্বংস করলে, কী পরিণতি হয়।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিংয়ে আসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাঁর সঙ্গে ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম ও আইনজীবী আনিসুর রহমান রায়হান।

জয়নুল আবেদীন বলেন, ‘আমরা এর মধ্যে একটা সভা করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা তখন বলেছিলাম সরকারের জানা আছে, খায়রুল হক কোথায় আছেন। আজকে ঠিকই দেখলাম যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটল, যখন পুরোনো প্রশিক্ষণ বিমান দিয়ে…পাইলট ও কোমলমতি শিশু…দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি হলো, সে অবস্থায়। ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগেই গ্রেপ্তার করতে পারত, আমাদের বিশ্বাস আগেও বলেছি এখনো বলি। তখনো বলেছি খায়রুল হক পালাতে পারেনি এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারে। কিন্তু তারপরে এত দিন গ্রেপ্তার করে নাই। কিন্তু আজকে যে গ্রেপ্তার করেছে—এ জন্য আমরা অবশ্যই বর্তমান সরকারপ্রধানকে ধন্যবাদ জানাব।’

‘খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন অভিযোগ করে বলেন, ‘এই জাতি এবং দেশ এত দিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে, এই খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তা–ই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এই খায়রুল হকের কারণে লাখ লাখ অবৈধ মামলা হয়েছে।.

..তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন।’

জয়নুল আবেদীন বলেন, ‘জিয়া পরিবারের ওপরে যারাই হাত দিয়েছে, তাদেরই হাত পুড়ে গেছে। এরশাদ হাত দিয়েছিল, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন-ফখরুদ্দীন হাত দিয়েছিল, তাদের এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আর ফ্যাসিস্ট সরকার হাত দিয়েছিল, তাদেরও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে। এখন খায়রুল হকের বিচার কীভাবে হয়, সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এই খায়রুল হক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।…এর জন্য খায়রুল হক দায়ী। কোনো অবস্থাতে দায় খায়রুল হক এড়াতে পারেন না। তাই সরকারপ্রধানকে বলব অনতিবিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমনভাবে করবেন, যেন জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে, একটা বিচার বিভাগকে ধ্বংস করলে, কী হয়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর র ল হকক আইনজ ব সরক র

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুর সদর উপজেলার আলোচিত জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর একটি লিচু বাগান থেকে জামাল হোসেনের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বাচ্চু মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড দেন।

আরো পড়ুন:

গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে ‘শুটার’ মান্নান নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, ‘‘আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’’

আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা বলেন, ‘‘আমরা রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।’’

ঢাকা/ফারুক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষকের মুক্তি চেয়ে শিক্ষার্থীদের আদালত চত্বরে অবস্থান, সড়ক অব
  • কিশোরগঞ্জে আইনজীবীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
  • আবু সাঈদ হত্যা: ‘ঘটনাস্থলে ছিলেন না’ দাবি করে দুই আসামির অব্যাহতির আবেদন
  • খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা আলম
  • দুদকের মামলায় রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে
  • বরগুনায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলা প্রত্যাহারের আবেদন আদালতে নাকচ
  • লাল চাঁদ হত্যাকাণ্ড: তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
  • এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিটের শুনানি মুলতবি
  • মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • প্রথমে পুলিশ নিয়ে বাসায়,পরে হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা নেন বৈষম্যবিরোধী নেতারা