বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটিতে নারী ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর পরিবর্তনের অংশ হিসেবে অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নের মূলধন গঠনের লক্ষ্যে ‘অরেঞ্জ বন্ড’ ও এর শরীয়া সম্মত অংশীদার ‘অরেঞ্জ সুকুক’ বন্ড চালু করার একটি বিশেষ সুযোগ রয়েছে।

‘অরেঞ্জ বন্ড’ এবং ‘অরেঞ্জ সুকুক’ এর এই দ্বৈত পদ্ধতি বাংলাদেশকে এই উদ্ভাবনী আর্থিক প্রক্রিয়ায় সহায়তা করবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ অরেঞ্জ বন্ড: অন্তর্ভুক্তিমূলক স্থানীয় প্রবৃদ্ধি বাড়াতে বিশ্বব্যাপী মূলধন সংগ্রহ’ শীর্ষক এক গণমাধ্যম অবহিতকরণ সভায় এই তথ্য তুলে ধরা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন আইআইএক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক দুরৃরীন শাহনাজ। আরও বক্তব্য রাখেন আইআইএক্স বাংলাদেশের পরিচালক দেবাশিস রায় এবং আইআইএক্স বাংলাদেশের বিশ্লেষক বাশার রহমান।

বিশ্বব্যাপী বিনিয়োগে ভূমিকা রাখা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) এই সভার আয়োজন করে। এতে বাংলাদেশের উন্নয়নে অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক কীভাবে আরও লিঙ্গ-সমতা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে তা তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্যে অধ্যাপক দুরৃরীন শাহনাজ বলেন, “অর্থনৈতিক অগ্রগতি যদি ন্যায়বিচার, সামাজিক অন্তর্ভুক্তি বা জলবায়ু কর্মের সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে তা টেকসই হয় না। আর এখানেই ‘অরেঞ্জ বন্ড’ এর ভূমিকা। এর মূল লক্ষ্য- বাংলাদেশের অর্থনীতির ভিত্তিতে সমতা, অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা তৈরি করা। এই কারণেই IDCOL–এর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড সিরিজ গঠনের জন্য ইতিমধ্যে একটি ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রোগ্রাম চালু করার কাজ চলছে, যা আগামী কয়েক বছরে বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “এটি কেবল মূলধন সংগ্রহের বিষয় নয়, বরং পোশাক শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং আর্থিক পরিষেবার মতো ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এমনকি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় নারী, তরুণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে সহায়তা করবে। তিনি যোগ করেন, আইআইএক্স-এর এরকম জনকল্যাণমূলক কাজে এগিয়ে এসেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।”

অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি খাতে অংশীদারিত্ব জোরদার করতে আইআইএক্স এখন সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে অরেঞ্জ বন্ড এবং অরেঞ্জ সুকুক ইস্যুর লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্র্যাক‑ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক এবং প্রাণ‑আরএফএল গ্রুপের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে।

অনুষ্ঠানে আইআইএক্স এর পক্ষ থেকে বাংলাদেশে অরেঞ্জ ক্যাপিটাল মার্কেট উন্নয়নে সংস্থাটির দৃষ্টিভঙ্গি এবং বিশ্বব্যাপী এর ইতিবাচক প্রভাব কী হতে পারে তা তুলে ধরা হয়।

ঢাকা/হাসান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অর ঞ জ স ক ক লক ষ য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ