দিনাজপুরের বিরামপুরে কলেজপড়ুয়া এক তরুণীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার পর ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই নেতার নাম মো. আবদুল্লাহ (৩৫)। তিনি ছাত্রদলের বিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহকে বহিষ্কারের বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়। ছাত্রদলের জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো.

শাহজালাল স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিরামপুর উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার (সেতু) এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ওই দিন রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর থেকে মো. আবদুল্লাহ পলাতক। আবদুল্লাহর বাড়ি উপজেলার হাবিবপুর রামপুরা এলাকায়।

এ বিষয়ে ছাত্রদলের দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার পর আলোচনা করে আবদুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ল হ ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ