সোনালী ব্যাংকে নবম গ্রেডের পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
Published: 26th, July 2025 GMT
সোনালী ব্যাংকে নবম গ্রেডে ‘সিনিয়র অফিসার (ল)’ পদের ১৭টি শূন্য পদে নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১২ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৭ জুলাই (২৭/০৭/২০২৫) থেকে আগামী ২ আগস্ট (০২/০৮/২০২৫) পর্যন্ত অনুষ্ঠিত হবে। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে (প্রধান ভবনের চতুর্থ তলা) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়ে প্রয়োজনীয় সব মূল ডকুমেন্ট ও এক সেট সত্যায়িত ফটোকপিসহ উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি ও সত্যায়িত ফটোকপি)।
এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (যদি থাকে) পর্যায়ের সব সনদ ও মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট (মূল কপি ও সত্যায়িত ফটোকপি)।
আরও পড়ুনকৃষি গবেষণা ইনস্টিটিউটে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৯৭২৪ জুলাই ২০২৫মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার (যদি থাকে) সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি।
স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/কমিশনার কর্তৃক সম্প্রতি ইস্যু করা জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ।
ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ইস্যু করা ফল প্রকাশের তারিখসংক্রান্ত সনদ।
‘সিনিয়র অফিসার (ল)’ পদের অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রার্থীর স্বহস্তে লিখিত ও স্বাক্ষরযুক্ত আবেদনপত্র (A4 সাইজের অফসেট পেপারে)।
সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে)।
আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা২৪ জুলাই ২০২৫মৌখিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশনাচাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
রিপোর্টিং টাইম থেকে মৌখিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে তাঁর মুঠোফোন বন্ধ রাখতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না।
মৌখিক পরীক্ষার সময় দেখুন এখানে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম খ ক পর ক ষ র প রক শ
এছাড়াও পড়ুন:
ই-জেনারেশনের ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.২২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:
৭ কোটি টাকা সংগ্রহে লিও আইসিটি ক্যাবলসের কিউআইও’র আবেদন
বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সাক্ষাৎ
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৪ টাকা।
এদিকে, আলোচ্য বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.২০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ২.৮০ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩৮ টাকা। এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/এসবি